ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যাগুইয়ারের বাড়িতে বোমা হামলার হুমকি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
ম্যাগুইয়ারের বাড়িতে বোমা হামলার হুমকি!

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সময়টা ভালো যাচ্ছে না হ্যারি ম্যাগুইয়ারের। বাজে পারফরম্যান্সের কারণে নানা সমালোচনার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে।

এবার বড় ধরনের হুমকি পেতে হয়েছে ইংলিশ এই ডিফেন্ডারকে।

ইমেইলের মাধ্যমে তার বাড়িতে বোমা মারার হুমকি দিয়েছে কোনো এক আগন্তক। এমন অভিযোগের পর তদন্তে নেমে পড়েছে পুলিশ। সতর্কতার অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষিত কুকুর দিয়ে অভিযান চালায় পুলিশ। বাগদত্তা ও দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতে থাকেন ম্যাগুইয়ার।

ধারণা করা হচ্ছে, সমর্থকদের প্রত্যাশা না মেটাতে পেরেই এই হুমকি পেয়েছে ম্যাগুইয়ার। ম্যাগুইয়ারের একজন মুখপাত্র জানান,'গত ২৪ ঘণ্টায় হ্যারি তার বাড়িতে একটি হুমকি পেয়েছেন। তিনি পুলিশকে বিষয়টি জানিয়েছেন, তারা এখন বিষয়টি খতিয়ে দেখছেন। নিজের পরিবার ও তার আশপাশের লোকজনের নিরাপত্তার বিষয়টি অবশ্যই হ্যারির কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে। একই সঙ্গে আর্সেনাল ম্যাচের জন্য তিনি স্বাভাবিক প্রস্তুতি চালিয়ে যাবেন। '

চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর প্রিমিয়ার লিগেও ধুকছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে রেড ডেভিলদের। ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে ইউনাইটেড। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে চার ও পাঁচ নম্বরে আছে যথাক্রমে- টটেনহ্যাম হটস্পার ও আর্সেনাল।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।