ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

আরাহোর রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
আরাহোর রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো!

অনেক প্রতীক্ষার পর অবশেষে রোনালদ আরাহোর সঙ্গে চুক্তি নবায়ন করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কাতালানদের হয়ে আরও চার বছর মাঠ মাতাবেন উরুগুইয়ান এই ডিফেন্ডার।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বার্সেলোনা জানায় ২০২৫-২৬ মৌসুমের শেষ পর্যন্ত ক্যাম্প ন্যু’য়ে থাকবেন আরাহো। তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ১০০ কোটি ইউরো।

উরুগুইয়ান ক্লাব বোস্টন রিভার থেকে ২০১৯ সালে বার্সেলোনায় যোগ দেন আরাহো। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৮টি ম্যাচ খেলেন তিনি। গোল করেন ছয়টি। সর্বশেষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে গোলের দেখা পেয়েছেন এই ডিফেন্ডার। এছাড়া দলকে ১৩ ম্যাচে ক্লিনশিট রাখতে সাহায্য করেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।

নিজেদের পরবর্তী ম্যাচে লা লিগায় সোমবার (২ মে) রাতে রিয়াল মায়োর্কার মুখোমুখি হবে বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।