ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

বারিধারার জালে বসুন্ধরা কিংসের ৬ গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
বারিধারার জালে বসুন্ধরা কিংসের ৬ গোল ছবি: শোয়েব মিথুন

ঘরের মাঠে উত্তর বারিধারার বিপক্ষে গোল উৎসব করলো বসুন্ধরা কিংস। গুনে গুনে প্রতিপক্ষের জালে ৫ গোল দিল অস্কার ব্রুজোনের শিষ্যরা।

বাকি গোলটি আত্মঘাতী।

বাংলাদেশে প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচে আজ শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ৬-০ গোলে জিতেছে স্বাগতিকরা। একটি করে গোল করেছেন মিগেল ফিগেইরা, সোহেল রানা, নুহা মারং, তৌহিদুল আলম সবুজ ও সুমন রেজা। বাকি একটি বারিধারার খোকন মিয়ার আত্মঘাতী গোল।

দুপুরের তীব্র গরমের কারণে শুরুটা কিছুটা ধীরগতির ছিল কিংসের। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের গুছিয়ে নেয় অস্কার ব্রুজোনের দল। প্রথমার্ধে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কিংস। এরপর দ্বিতীয়ার্ধে আসে আরও ৩ গোল।

১৩ ম্যাচে দশ জয়, দুই ড্র ও এক হারে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান মজবুত করল বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে উত্তর বারিধারা। কিংস অ্যারেনায় এ নিয়ে আট ম্যাচ খেলে সবকটিতেই অপরাজিত থাকল বসুন্ধরা। জিতেছে সাতটি আর ড্র একটিতে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এমএইচএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।