চার ম্যাচ আগেই লা লিগা শিরোপা জিতে নিল রিয়াল মাদ্রিদ। অপরদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা রোববার (০১ মে) রাতে রিয়াল মায়োর্কার বিপক্ষে জিতল ২-১ ব্যবধানে।
জয় নিয়ে ম্যাচ শেষ করার পরেও সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করে ডি ইয়ং বলেন, ‘এত তাড়াতাড়ি ও এতটা এগিয়ে থেকে রিয়াল মাদ্রিদকে শিরোপা জিততে দেখাটা ভীষণ হতাশাজনক। তবে আমাদের স্বীকার করতেই হবে, এই মৌসুমে আমরা ধুঁকেছি। নিজেদের মান অনুযায়ী খেলতে পারিনি এবং ওদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারিনি। আশা করি, পরের মৌসুমে আমরা চিত্র বদলে দিয়ে সেরা চেহারায় ফিরব। ’
মৌসুমের শুরুতে অবশ্য পারফরম্যান্স কিছুটা কমই ছিল রিয়াল মাদ্রিদের। তবে শেষদিকে এসে বেনজেমা-ভিনিসিউসরা উড়ন্ত ফর্মে রয়েছে। এরই ধারবাহিকতায় বড় পয়েন্ট ব্যবধানে থেকেই লিগ শেষ করতে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা। একইসাথে চার ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে রেকর্ড ৩৫তম লিগ শিরোপা।
মায়োর্কার বিপক্ষে জয় পাওয়া বার্সেলোনা ৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা নিশ্চিত করেছে রিয়াল।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মে ০২, ২০২২
আরইউ