ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আরব বিশ্বের নারী রেফারির ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মে ১৪, ২০২২
আরব বিশ্বের নারী রেফারির ইতিহাস

মরক্কোর থ্রোন কাপ ফাইনাল পরিচালনা করে আজ আরব বিশ্বে ইতিহাস গড়তে চলেছেন নারী রেফারি বুশরা কারবৌবি। এএস ফারে বনাম মোঘরেব তেতুয়ানের ম্যাচে আরব বিশ্বের প্রথম নারী হিসেবে ছেলেদের কোনো জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পরিচালনার ইতিহাস গড়বেন বুশরা।

রয়্যাল মরক্কো ফুটবল ফেডারেশনের (এফআরএমএফ) রেফারিং কমিটি ম্যাচটি পরিচালনার দায়িত্ব দিয়েছেন কারবৌবিকে। তিনি পেশায় মরক্কোর পুলিশ কর্মকর্তা।  থ্রোন কাপ মরক্কোর বার্ষিক জাতীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। উত্তর আফ্রিকা ফুটবল ফেডারেশনের বিবৃতি শুক্রবার মরক্কোর সংবাদমাধ্যম প্রচার করার পরই আলোচনায় উঠে আসেন বুশরা।

বিবৃতিতে বলা হয়, আরব বিশ্বে তিনিই প্রথম নারী, যিনি ছেলেদের কোনো জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন। এছাড়া গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনস প্রতিযোগিতার ফাইনালে ভিডিও রেফারির দায়িত্বে ছিলেন বুশরা। ২০১৬ সালে আন্তর্জাতিক ম্যাচে রেফারিং করেন ৩৪ বছর বয়সী এই নারী। মরক্কোর শীর্ষ লিগ ম্যাচে প্রথম নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনাও করেছেন বুশরা। থ্রোন কাপের ফাইনালে বুশরার সহকারীর ভূমিকায় থাকবেন আরেক নারী রেফারি—ফাতিহা জারমৌমি।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ১৪ মে ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।