ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

কেইনের গোলে চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচিয়ে রাখল টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মে ১৫, ২০২২
কেইনের গোলে চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচিয়ে রাখল টটেনহ্যাম

চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচিয়ে রাখল টটেনহ্যাম। বার্নলির বিপক্ষে জিতলেই টেবিলের চারে উঠে আসবে এমন ম্যাচে স্পার্সদের হতাশ করেনি হ্যারি কেইন।

রোববার (১৫ মে) ঘরের মাঠে বার্নলিকে ১-০ ব্যবধানে হারায় অ্যান্তনিও কন্তের শিষ্যরা। ম্যাচের একমাত্র গোলটি করেন কেইন।  

এই জয়ে ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে টটেনহ্যাম। পাঁচে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৬, এক ম্যাচ কম খেলেছে তারা। গানাররা এক ম্যাচ হারলে আর টটেনহ্যাম শেষ ম্যাচ জিতলেই চ্যাম্পিয়নস লিগে নিশ্চিত হবে স্পার্সদের।

ঘরের মাঠে ৬৯ ভাগ বলের দখল নিয়ে বার্নলি পোস্টে ২১ শট নিয়ে আটটি শট লক্ষ্যে রাখে স্পার্সরা। বিপরীতে মাত্র আট শটের মাত্র একটি লক্ষ্যে ছিল বার্নলির। প্রথমার্ধের যোগ করা আট মিনিটের মাথায় স্পট কিক থেকে একমাত্র গোলটি করেন হ্যারি কেইন। দ্বিতীয়ার্ধে বার্নলি ম্যাচে ফেরার চেষ্টা চালালেও সক্ষম হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ১৫, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।