ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ক্লাব ছাড়ছেন দিবালা-এমবাপ্পে-সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মে ১৬, ২০২২
ক্লাব ছাড়ছেন দিবালা-এমবাপ্পে-সুয়ারেজ

বেশ কিছুদিন থেকে জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার জুভেন্টাস ছাড়ার গুঞ্জন চলছিল। সেই গুঞ্জনকে সত্যতা দিলেন দিবালাই।

সোশ্যাল মিডিয়ায় নিজের ক্লাব ছাড়ার খবর দিয়েছেন তিনি। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে ক্লাব ছাড়াছেন বলে দাবি করেছেন রিয়াল মাদ্রিদের একাধিক বিশ্বস্ত সূত্র। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন লুইস সুয়ারেস।

গতকাল সেভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদকে বিদায় জানিয়েছেন উরুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেস। স্প্যানিশ ক্লাবটির হয়ে গতকাল নিজের শেষ ম্যাচ খেলেছেন তিনি। বিদায় বেলা সুয়ারেস বললেন, অ্যাতলেতিকো আমার হৃদয়ে থাকবে। ২০২০ সালে বার্সেলোনা ছেড়ে অ্যাতলেতিকোতে আসার পর দুই মৌসুম পার করলেন সুয়ারেস।

গত মৌসুমে লিগে ২১ গোল করে দলকে লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। কাল সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে গ্যালারিতে সমর্থকেরা সুয়ারেসকে ধন্যবাদ জানিয়েছেন। 'আমাদের চ্যাম্পিয়ন করার জন্য ধন্যবাদ লুচো' লেখা ব্যানার নিয়ে গ্যালারিতে ছিলেন সমর্থকেরা। নতুন কোন ক্লাবে যোগ দিচ্ছেন সুয়ারেস তা নিশ্চিত না হলেও স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে নিজ দেশ উরুগুয়েতে ফিরে যাবেন ৩৫ বছর বয়সী এই ফুবলার।

সুয়ারেস নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেললেও আজ রাতে জুভেন্টাসের হয়ে শেষ ম্যাচ খেলবেন পাওলো দিবালা। লাজিওর বিপক্ষের ম্যাচ দিয়ে জুভেন্টাসের হয়ে শেষ ম্যাচ খেলবেন আর্জেন্টাইন এই তারকা। ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে দিবালা নিজেই নিশ্চিত করেছেন ব্যাপারটা।

জুভেন্টাসের ভক্তদের ধন্যবাদে জানিয়েছেন কঠিন সময়ে পাশে থাকার জন্য, ‘এমন পরিস্থিতিতে কথাগুলো বলা অনেক কঠিন। এত বছর, এত আবেগের সম্পর্কের পর… আমি ভেবেছিলাম আমরা হয়তো আরও অনেক বছর একসঙ্গে থাকব। কিন্তু ভাগ্য আজ আমাদের দুইদিকে নিয়ে যাচ্ছে। এত বছরের অভিজ্ঞতা, গোল, ম্যাচ, প্রত্যেক ম্যাচ - আমি কখনও ভুলব না। ’

দিবালার বিশ্বাসই হচ্ছে না, এত বছরের সম্পর্ক এখনই শেষ হয়ে যাচ্ছে যে, ‘আমি আপনাদের সঙ্গেই বড় হয়েছি, শিখেছি, স্বপ্ন দেখেছি, বেঁচে থেকেছি। ৭ বছর, ১২ শিরোপা ও ১১৫ গোলের এই যাত্রাটা স্বপ্নের মতো ছিল, যা কেউ কেড়ে নিতে পারবে না। কক্ষনও না। ’

অন্যদিকে রিয়াল মাদ্রিদের সূত্রের দাবি আগামী মৌসুমে স্প্যানিশ ক্লাবে যোগ দিচ্ছেন এমবাপ্পে। স্বনামধন্য ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমেনো এক টুইট বার্তায় জানিয়েছেন, এমবাপের ভবিষ্যৎ চূড়ান্ত হয়ে গেছে। এমবাপ্পে বলেন, ‘আমি আমার ভবিষ্যত নিয়ে কিছু বলতে চাই না। আপনারা খুব দ্রুত এটা জানতে পারবেন...তবে এটা মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে। ’ ফরাসি স্ট্রাইকার যোগ করেন, ‘এখন এটা নিয়ে বলার সঠিক সময় নয়। তবে হ্যাঁ, আমার সিদ্ধান্ত বলতে গেলে চূড়ান্ত। ’

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ১৬ মে ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।