বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন এবং বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তপু বর্মন।
আগামী শুক্রবার (৩ জুন) বেলা ৩টায় আয়োজিত হবে ক্রীড়াঙ্গনের মিলনমেলাখ্যাত কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড।
বিএসপিএ’র ২০২১ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় রয়েছেন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ, ফুটবলার তপু বর্মন ও আর্চার দিয়া সিদ্দিকী। এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২১ এর সংক্ষিপ্ত তালিকায় মিরাজ, তপুর সঙ্গে আছেন ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা।
এই দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। এই বছর ১৬টি বিভাগে সর্বমোট ১৯জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। আগামী ২০ মে থেকে ৩০ মে পর্যন্ত বিএসপিএ’র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের ভোটিং করা যাবে।
উল্লেখ্য, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মে ১৭, ২০২২
এআর/আরইউ