ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

এএফসি কাপে নিজের সেরাটা দিতে চান কিংসলে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মে ১৭, ২০২২
এএফসি কাপে নিজের সেরাটা দিতে চান কিংসলে

এএফসি কাপ খেলতে ভারতের কলকাতায় অবস্থান করছে দেশের অন্যতম সেরা ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস। এবারের আসরে ‘ডি’ গ্রুপে খেলছেন তারা।

গ্রুপের অপর তিন প্রতিপক্ষ এটিকে মোহনবাগান, গোকুলাম কেরেলা এবং মাজিয়া স্পোর্টস। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করতে চায় বসুন্ধরা।

বুধবার (১৮ মে) নিজেদের প্রথম ম্যাচে ব্যাঙ্গল জায়ান্টদের প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাব। এই ম্যাচ থেকেই নিজেদের মেলে ধরতে চান সদ্য বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলে। বাংলাদেশি ফুটবলার হিসেবে আর্ন্তজাতিক ফুটবলে অভিষেক হতে পারে নাইজেরিয়ান এই ফরোয়ার্ডের। বাংলানিউজকে দেওয়া সাক্ষাৎকারে কিংসলে জানান নিজেদের বেশ ভালোভোবেই প্রস্তুত করেছেন তারা।

তিনি বলেন, ‘আমরা কঠিন পরিশ্রম করেছি। গ্রুপের সকলেই শক্ত প্রতিপক্ষ। তাদের বিপক্ষে লড়াইটা সহজ হবে না। আমরা জানি। তবে আমরা প্রস্তুত। সকলে নিজেদের সেরাটা দিতে পারলে আমরা ভালো ফল করতে পারবো। ’

আগের আসরে এক গোলের আক্ষেপে পুড়তে হয়েছে কিংসকে। তবে সেসব নিয়ে ভাবতে রাজি নন এই ফুটবলার। তিনি বলেন, ‘আগের আসরে কি হয়েছে তা নিয়ে ভাবতে চাই না। এবারের আসরে আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়েছি। ভালো ফলের বিষয়ে আমরা আশাবাদী। ’

গত আসরে দলের সঙ্গে থাকলেও এএফসির অনুমতি না পাওয়ায় দলের হয়ে খেলতে পারেননি কিংসলে। তবে এবার খেলতে কোনো বাধা নেই। মাঠে নামতে মুখিয়ে আছেন কিংসলে, ‘দলের হয়ে অবদান রাখতে চায় সবাই। খেলার জন্য আমি মুখিয়ে আছি। দলের প্রয়োজনে নিজের সেরাটা দিতে প্রস্তুত আমি। মানসিক এবং শারিরিক ভাবে আমরা প্রস্তুত। ’

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মে ১৭, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।