রিয়াল মাদ্রিদে যাই যাই করে শেষ পর্যন্ত পিএসজিতেই থেকে গেলেন কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে শোনা যাচ্ছে, ফরাসি জায়ান্টদের বড় দুই তারকা লিওনেল মেসি ও নেইমার জুনিয়র নাকি বার্সেলোনায় ফিরে যেতে চান।
কিন্তু কাতালান জায়ান্টদের প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার দাবি, মেসি-নেইমারদের টাকা দিয়ে 'ক্রীতদাস' বানিয়ে রেখেছে পিএসজি। ফলে তাদের ফেরাতে অর্থ খরচ করার কোনো ইচ্ছে তার নেই। অর্থাৎ, শুধুমাত্র ফ্রি ট্রান্সফারেই তাদের ফেরাতে চায় বার্সা। নেইমারদের বার্সায় ফেরার গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে লাপোর্তা বলেন, 'কে নেইমারকে পছন্দ করে না? সে আলাদা ঘরানার খেলোয়াড়। পিএসজির সঙ্গে তার কয়েক বছর চুক্তি বাকি আছে। পিএসজির মতো ক্লাবে সই করা খেলোয়াড়রা আসলে টাকার দাসত্ব মেনে নিয়েছে। '
নেইমারের ক্যাম্প ন্যুয়ে ফেরার ব্যাপারে তার স্পষ্ট মন্তব্য, 'বার্সায় সে (নেইমার) শুধু একটা উপায়েই ফিরতে পারে- ফ্রি ট্রান্সফার। আগে ক্লাবে খেলেছে, এমন কাউকে দলবদলের টাকা পরিশোধ করে ফিরিয়ে আনাটা অর্থহীন। '
ক্লাব কিংবদন্তি মেসিকে নিয়েও কথা বলেছেন বার্সা সভাপতি। তিনি বলেন, 'আমরা সবাই চেয়েছিলাম মেসির ক্যারিয়ার এখানে শেষ হোক, কিন্তু স্প্যানিশ লিগে ফেয়ার প্লে নিয়ম এবং পিএসজির প্রস্তাবের জন্য পারেনি। সে কখনো ফিরতে চাইলে ফ্রি ট্রান্সফারে আসতে হবে। তবে শুধু ফ্রি ট্রান্সফার হলেই হবে না, আমাদের প্রজেক্টে তারা খাপ খায় কি না, সেটাও ভেবে দেখবেন কোচিং স্টাফরা। তবেই তারা দুজন বার্সায় ফিরতে পারবে। '
লাপোর্তার এমন মন্তব্য অবশ্য অভাবনীয় নয়। কারণ আর্থিকভাবে খুবই বাজে অবস্থায় আছে বার্সেলোনা। সেখানে মেসি-নেইমারদের পেছনে বিপুল অঙ্কের অর্থ খরচ করছে পিএসজি। এই বার্সা থেকেই ২২২ মিলিয়ন ইউরোয় নেইমারকে দলে ভিড়িয়েছিল ফরাসি জায়ান্টরা। পরে মেসিকে ফ্রি ট্রান্সফারে নিলেও দিচ্ছে মোটা অঙ্কের বেতন-ভাতা, যা বহন করার উপায় নেই বার্সার। তাছাড়া চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাদের কেউ নিতে চাইলে মেটাতে হবে বিশাল অঙ্কের রিলিজ ক্লজ।
লাপোর্তার কথায় স্পষ্ট, চাইলেও তাই আপাতত বার্সায় ফেরার পথ বন্ধ মেসি-নেইমারদের জন্য। বরং চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত পিএসজিতেই থেকে যেতে হবে তাদের। অন্যদিকে আজও তাদের বিকল্প খুঁজে পায়নি বার্সা। তবে এবারের দলবদলে বায়ার্ন মিউনিখের কিংবদন্তি পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোফস্কিকে দলে ভেড়ানোর পথে অনেকটাই এগিয়ে গেছে বার্সা। প্রাথমিক কথাবার্তাও প্রায় চূড়ান্ত।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মে ২৬, ২০২২
এমএইচএম