ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কিংস অ্যারেনায় শুরু পাইওনিয়ার ফুটবল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মে ২৮, ২০২২
কিংস অ্যারেনায় শুরু পাইওনিয়ার ফুটবল ছবি- শোয়েব মিথুন

আজ (২৮ মে) বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের পাইওনিয়ার ফুটবল টুর্নামেন্ট। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে এবারের আসর।

অনূর্ধ্ব ১৫ পর্যায়ের মোট ৪৬ টি দল অংশ নিয়েছে এবারের আসরে । কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচে কামরাঙ্গীরচড় ক্রীড়া উন্নয়নকে ২-০ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে আরামবাগ ক্রীড়া চক্র জুনিয়র। প্রথমার্ধের শেষ মুহূর্তে আরামবাগকে এগিয়ে নেন শারিয়ার আনসারি। এরপর ৬০ মিনিটে সেজান মাহমুদের গোলে জয় নিশ্চিত হয়।

এর আগে বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাফুফের সহ-সভাপতি ও ঢাকা মহানগরী লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। পাইওনিয়ার ফুটবল লিগের এটি ২৮ তম আসর। একটা সময়ে ১০০-রও বেশি দল অংশ নিয়েছে এই টুর্নামেন্টে, উদ্বোধন করেছেন ফিফা সভাপতিও। এবার মোট ৫টি ভেন্যুতে হবে খেলা।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মে ২৮, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।