ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

যেকোনও দলের বিপক্ষে লড়তে প্রস্তুত আর্জেন্টিনা 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জুন ২, ২০২২
যেকোনও দলের বিপক্ষে লড়তে প্রস্তুত আর্জেন্টিনা 

ইউরোপের চ্যাম্পিয়ন ইতালিকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে জয়ের পর উচ্ছ্বসিত দলের সেরা তারকা লিওনেল মেসি।

এই ম্যাচ দলের আত্নবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে বলে মনে করেনে তিনি। এই ম্যাচের মাধ্যেমে আরও একবার নিজেদের সামর্থে্যর প্রমান দিয়েছে বলে মনে করেন মেসি।

ম্যাচ শেষে মেসি বলেছেন, ‘আমরা এখানে এসেছি যেকোনো দলকে মোকাবিলা করতে। আজকের পরীক্ষাটি দারুণ ছিল কারণ ইতালি খুব ভালো দল। আমরা জানতাম ম্যাচটি খুব ভালো হতে চলেছে এবং শেষ চ্যাম্পিয়ন হতে পারায় খুবই আনন্দিত। ’

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাঠে উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘এটি অসাধারণ এক ফাইনাল ছিল। পুরো মাঠভর্তি আর্জেন্টাইন (সমর্থক), কী অসাধারণ অভিজ্ঞতা! আমরা এখানে খুবই সুন্দর সময় কাটালাম। ’

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মে ০২, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।