ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

এমবাপ্পেদের হারিয়ে দিল ডেনমার্ক, জিতল নেদারল্যান্ডসও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, জুন ৪, ২০২২
এমবাপ্পেদের হারিয়ে দিল ডেনমার্ক, জিতল নেদারল্যান্ডসও

পুরো ম্যাচে আক্রমণে আধিপত্য দেখিয়েছে ফ্রান্সই। করিম বেনজেমার গোলে তারা এগিয়েও গিয়েছিল।

কিন্তু শেষ অবধি ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলে নিয়েছে ডেনমার্ক।  

ফ্রান্সের মাঠে তাদেরই ২-১ গোলে হারিয়ে দিয়েছে ডেনমার্ক। নেশন্স লিগে রাতের আরেক বড় ম্যাচে বেলজিয়ামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। অঘটনের রাতে অস্ট্রিয়ার কাছে হেরেছে ক্রোয়েশিয়াও।

ডেনমার্কের বিপক্ষে প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে মোট ১৯টি শট নেয় ফরাসিরা, যার মাত্র ৬টি লক্ষ্যে ছিল। আর ডেনমার্কের আট শটের পাঁচটিই ছিল লক্ষ্যে।

বিরতির আগে পর্যন্ত কোনো গোল দলই গোল করতে পায়নি। ৫১তম মিনিটে ডেডলক ভাঙেন করিম বেনজেমা। ৬৮তম মিনিটে ফ্রান্সের আনন্দ শেষ করেন ডেনমার্ক। পিয়ের-এমিল হয়বিয়ার্গ ডি-বক্সে বাড়ান দারুণ ক্রস বিনা বাধায় ডান পায়ের ভলিতে সমতা টানেন কর্নিলিউস।

এরপর জয়ের জন্য মরিয়া হয়ে উঠে ফ্রান্স। কিন্তু উল্টো এগিয়ে যায় ডেনমার্ক। মিকেল ডামসগার্ডের থ্রু বল প্রথমে হেডে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন কর্নিলিউস। ডিফেন্ডার উইলিয়াম সালিবার চ্যালেঞ্জ এড়িয়ে কোনাকুনি উঁচু শটে স্বাগতিকদের স্তব্ধ করে দেন ২৯ বছর বয়সী স্ট্রাইকার।

নেশনস লিগে শুক্রবার রাতের ম্যাচগুলোর ফলাফল

ফ্রান্স ১ - ২ ডেনমার্ক

ক্রোয়েশিয়া ০ - ৩ অস্ট্রিয়া

বেলজিয়াম ১ - ৪ নেদারল্যান্ডস

কাজাখস্তান ২ - ০ আজারবাইজান

বেলারুশ ০ - ১ স্লোভাকিয়া

লাটভিয়া ৩ - ০ অ্যান্ডোরা

লিখটেনস্টেইন ০ - ২ মলডোভা

বাংলাদেশ সময় : ০৯৪২, জুন ৪, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।