ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

এখন আর নিজেকে নিয়ে আগের মতো অহংকার নেই মরিনিয়ো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুন ৪, ২০২২
এখন আর নিজেকে নিয়ে আগের মতো অহংকার নেই মরিনিয়ো

ক্যারিয়ারে যখন, যেখানে গেছেন; শিরোপা জিতেছেন হোসে মরিনিয়ো। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ জেতার পর চলতি মৌসুমে রোমাকে নিয়ে জিতেছেন কনফারেন্স লিগও।

ক্লাবটির ইতিহাসেই প্রথমবার কোনো ইউরোপিয়ান শিরোপার দেখা পেয়েছে তারা।

তবে রোমাতে গিয়ে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন মরিনিয়ো। আগামী বছরের জানুয়ারিতে ৬০ বছরে পা দেবেন তিনি। স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ এবার জানালেন, নিজেকে উচ্চতায় তোলার আগ্রহ এখন আর নেই তার।

পর্তুগিজ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মরিনিয়ো বলেছেন, ‘আমার উদযাপনের একটাই কারণ- আমি আগের মানুষটা নেই। এখন আমি ওই তরুণ মরিনিয়ো না যে নিজেকে উপরে তোলা নিয়ে চিন্তিত, অথবা উন্নতি কিংবা প্রতিদিন নিজেকে প্রমাণ করার চেষ্টায় আছে। ’

‘আমার আত্মঅহংকার এখন অনেক কমে গেছে। এখন আমি এমন একজন মানুষ যে নিজের চেয়ে বেশি অন্যদের জন্য বাঁচে আর এমন একটা ক্লাবে আছে যাদের অসাধারণ সমর্থক গোষ্ঠী থাকলেও জেতার ইতিহাস নেই। ’

কনফারেন্স লিগের ফাইনালে ১-০ গোলে জেতে রোমা। এরপর হাতের পাঁচ আঙ্গুল তুলেন মরিনিয়ো। পোর্তো ও ইন্টারের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগ ও রোমার হয়ে কনফারেন্স লিগ সবমিলিয়ে মরিনিয়োর ইউরোপিয়ান ট্রফি পাঁচটি। মরিনিয়ো কি সেই ইঙ্গিতই দিয়েছেন?

এ নিয়ে তিনি বলেছেন, ‘‘সম্ভবত খেলা শেষে আমার আবেগ শুধু তাদের আনন্দই নয়, আমার গভীর নিঃশ্বাসও ছিল। কারণ দুই মাস ধরে আমি প্রতিদিন শুনছিলাম,  ‘দয়া করে কাপটি আনুন, অনুগ্রহ করে কাপটি আনুন। ’’

‘আমি বরাবরের মতোই খুশি ছিলাম কারণ ক্লাবটি বিশাল। কিন্তু সেখানে জেতার গল্পটা দুঃখজনক। দুর্দান্ত খেলোয়াড় এবং কোচ রোমায় ছিল, কিন্তু এখানে জেতা সংস্কৃতি কঠিন হয়ে পড়েছে। ’

বাংলাদেশ সময় : ১৪১০, জুন ৪, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।