বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে নাম লিখিয়েছেন আর্জেন্টান তারকা লিওনেল মেসি। তবে নতুন ক্লাবের হয়ে নিজের নামের প্রতি সনুবিচার করতে পারেননি এই ফুটবল জাদুকর।
ডি মারিয়া মনে করেন, পচেত্তিনোর বদলে পিএসজিতে নতুন যে কোচই আসুক, নতুন মৌসুমে আগের চেয়ে আরও ভালো করবেন মেসি। যা কি না পিএসজির হয়ে প্রথম মৌসুমে করতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে ডি মারিয়া বলেছেন, ‘মনে হচ্ছে তারাও (পিএসজি) চায় পচেত্তিনো চলে যাক। দলে অনেক বড়সড় পরিবর্তন আসবে। তবে আমার মনে হয় মেসি এটি সামলে নিতে পারবে। ’
তিনি আরও যোগ করেন, ‘এর ফলে পরের মৌসুমে আরও ভালো খেলতে পারবে মেসি। আমার মতে, সে এবার দারুণ শুরু করবে। কারণ বিগত মৌসুমের শেষ দিকে সে গোল-অ্যাসিস্ট করা শুরু করেছিল এবং নিজেকে মানিয়ে নিয়েছিল। ’
এসময় ক্লাব ছাড়া সম্পর্কে ডি মারিয়া বলেন, ‘আরও অনেক খেলোয়াড় আছে যারা ক্লাব ছাড়বে। আমারটা সহজ ছিল কারণ চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। একদিকে চিন্তা করলে এটি কষ্ট দিয়েছে। অন্য দিক থেকে দেয়নি। ’
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুন ৭, ২০২২
এআর