আরাধ্য এক ট্রফি ছুঁয়ে দেখেছেন লিওনেল মেসি। অথচ এর পেছনে কত প্রতীক্ষাই না ছিল।
এই জয়ের পেছনে বেশ কিছু ফুটবলারের দারুণ অবদান ছিল। তাদের মধ্যে অন্যতম গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার বীরত্বেই সেমিফাইনালে টাইব্রেকারে কলম্বিয়াকে হারায় তারা। মার্টিনেজকে উজ্জ্বীবিত করেছিল মেসির ভাষণই। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি খোলাসা করেছেন তিনি।
মার্টিনেজ বলেছেন, ‘মেসি একটা বক্তব্য দিয়েছিলেন। যেখানে তিনি বলছিলেন, এটিই তার শেষ (কোপা আমেরিকা) এবং এজন্য তিনি নিজের সবকিছু দিতে প্রস্তুত। আমি তখন রীতিমতো কাঁপছিলাম! মেসি কথা বলছেন!’
‘(মেসি যখন কথা বলেন), সবাই চুপ হয়ে যায়। সেটা যে-ই হোক না কেন। দলের কোচ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট... যেই থাকুক না কেন সেখানে, সবাই চুপ হয়ে যায়। ’
আর্জেন্টিনা জাতীয় দলে কোপার ঠিক আগেই সুযোগ পেয়েছিলেন মার্টিনেজ। এরপর থেকে দলের অন্যতম বড় ভরসার নাম হয়ে গেছেন তিনি। কোপাতেই তিনি জিতেছেন সেরা গোলরক্ষকের পুরস্কাও।
বাংলাদেশ সময় : ১৫৪৬, জুন ৯, ২০২২
এমএইচবি