ফুটবল বিশ্বকাপের সোনালী ট্রফি দেখতে সকাল থেকেই রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ভিড় জমায় সমর্থকেরা। হোটেলের বলরুমের বাইরে থেকে গেইট পর্যন্ত দাঁড়িয়ে থেকে লম্বা লাইন পার করে যখন ট্রফির এত কাছে যাচ্ছেন তখন চোখে-মুখে কিছু একটা পাওয়ার ঝলকানি দিচ্ছে।
একটি করে ছবি তুলার সুযোগ পেয়েছেন দর্শকরা। ছবি তোলার পর আনন্দ দেখা গিয়েছে সমর্থকদের মধ্যে। ছোট্ট ছোট্ট শিশু থেকে শুরু করে নানান বয়সের নারী ও পুরুষ সমর্থকরাও এসেছিলেন ট্রফির সঙ্গে ছবি তুলতে। যদিও ভারি ও টানা বৃষ্টি বাগড়া বাঁধিয়েছে। এটা নিয়েও খানিকটা আফসোস ঝরেছে সমর্থকদের কন্ঠে।
ওমায়েস সরকার, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। বিশ্বকাপ ট্রফি দেখতে এসেছেন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। প্রথমবারের মত এই ট্রফি দেখতে পেয়ে আনন্দের যেন শেষ নেই তার। তিনি বলেন, ‘কেমন লাগছে তা বলে বোঝাতে পারবো না। বিশ্বকাপের ট্রফি কাছ দেখার স্বপ্ন প্রতিটি সমর্থকেরই থাকে। একজন ফুটবল ফ্যান হিসেবে স্বপ্ন ছিল বিশ্বকাপের ট্রফি কাছ থেকে দেখবো। কখনও ভাবিনি কাছ থেকে দেখতে পাবো। বাংলাদেশে ট্রফি এসেছে। কাছ থেকে ছবি তুলেছি। অনেক ভালো লাগছে। ’
খিলগাওয়ের গোড়ান থেকে বিশ্বকাপ ট্রফি দেখতে এসেছেন কাজী ইরতেজা আহবার। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতবে এমন স্বপ্ন বুনছেন এই সমর্থক, 'আর্জেন্টিনা ভালো পারফরম্যান্সে আছে। মেসিও দারুণ খেলছে। ইতালির বিপক্ষে ম্যাচ দেখেছি। এবারই প্রথম ট্রফি দেখলাম। বাংলাদেশের খেলা কম দেখা হয়েছে। বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে জামাল ভূঁইয়া আমার অন্যতম ফেভারিট। পরিবেশটা আরও ভালো হতে পারতো। বৃষ্টির কারণে কিছুটা তছনছ হয়ে গেছে। এছাড়া আয়োজন ভালো হয়েছে। ’
উত্তরা থেকে এসেছেন শরিফ হোসেন। প্রথমবার বিশ্বকাপ ফুটবলের ট্রফির সঙ্গে ছবি তুলতে পেরে খুশি এই ছাত্র, 'বিশ্বকাপ ফুটবল ট্রফির সঙ্গে ছবি তুললাম। ভালো লাগছে। বিশ্ব ফুটবলে স্পেনকে সমর্থন করি। জেরার্ড পিকে আমার ফেভারিট। স্পেন ভালো দল। তাদের খেলা ভালো লাগে। ’
ছেলেদের পাশাপাশি এসেছে মেয়ে সমর্থকেরাও। ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ুয়া মুছরেহা জাহান ব্রাজিলের একনিষ্ঠ ভক্ত। বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার পর জানালেন, ‘কাতার বিশ্বকাপের শিরোপা জিতবে ব্রাজিল। এই নিয়ে পাঁচবার শিরোপা জিতেছে ব্রাজিল। ষষ্ঠবারও নেবে। আমাদের আত্মবিশ্বাস আছে। ব্রাজিল ট্রফি নেবেই। আমি অনেক আগ্রহী ছিলাম ছবি তোলার জন্য। বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আমার বাসায় জানেও না এখানে এসেছি। আমরা (বাংলাদেশি) তো বিশ্বকাপে যেতে পারছি না। বেশি দেখা হয় ক্লাব ফুটবল। ’
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ০৯, ২০২২
এআর/আরইউ