ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

যুক্তরাষ্ট্রে খেলবে রিয়াল-বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জুন ১১, ২০২২
যুক্তরাষ্ট্রে খেলবে রিয়াল-বার্সা

সকার চ্যাম্পিয়ন্স ট্যুর নামে প্রাক মৌসুম টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রে খেলবে স্প্যানিশ দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। তিন বছর আগেও যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলেছিল ক্লাব দুটি।

এবার শুধু রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনাই নয়। তাদের সঙ্গে খেলবে ইতালির ক্লাব জুভেন্টাস।

আগামী জুলাইয়ে যুক্তরাষ্ট্রে খেলার কথা জানানো হয়েছে ক্লাব তিনটির পক্ষ থেকেই। ‘সকার চ্যাম্পিয়ন্স ট্যুর’ নামের টুর্নামেন্টের উদ্বোধনী আসরে তাদের সঙ্গে অংশ নেবে মেক্সিকোর দুই দলও, ক্লাব আমেরিকা ও দেপোর্তিভো গুয়াদালাহারা।

আগামী ২২ থেকে ৩০ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের লাস ভেগাস, সান ফ্রান্সিসকো, ডালাস ও লস অ্যাঞ্জেলসে হবে পাঁচ দলের এই টুর্নামেন্ট। ২০১৯ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রে খেলতে যাচ্ছে রিয়াল ও বার্সেলোনা। জুভেন্টাস সবশেষ সেখানে খেলেছিল ২০১৮ সালে।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, জুন ১১, ২০২২
এআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।