বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমাচ্ছেন নরওয়ের ফুটবলার আর্লিং হল্যান্ড। আগামী জুনেই সিটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করতে চলেছেন এই ফুটবলার।
সেই টুইটের রিপ্লাইয়ে ম্যানচেস্টার সিটি লিখেছে ‘শিগগিরই দেখা হচ্ছে (see you soon)’।
এখনো সিটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়নি হল্যান্ডের। তবে সিটির পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে যে বরুসিয়ার ডর্টমুন্ডের সঙ্গে কথাবার্তা পাকাপাকি হয়েছ গেছে। এই ট্রান্সফার উইন্ডোতেই ৫১ মিলিয়ন ইউরোর বিনিময়ে হল্যান্ডকে দলে নিতে চলেছে সিটি।
হল্যান্ডের বাবা আলফে লেং হল্যান্ডও খেলেছেন সিটির হয়ে। ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত সিটির হয়ে খেলেছেন তিনি। হল্যান্ডের ছেলেবেলার ছবিতে যে জার্সিটি পরেছিলেন তার জার্সি নম্বর ১৫ এবং নামের স্থানে লেখা ‘বাবা (DAD)’। তার বাবা আলফে হল্যান্ড সিটিতে ১৫ নম্বর জার্সি পরে খেলতেন।
সিটিতে যোগ দিলে হল্যান্ডের জার্সি নম্বর হতে পারে ৯। তবে বর্তমানে সিটির ৯ নম্বর জার্সিতে খেলছেন গ্যাব্রিয়েল জেসুস। তবে সামনের দলবদল মৌসুমে জেসুসের ক্লাব ছাড়ার জোড় গুঞ্জন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জুন ১১, ২০২২
এআর