বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা আগেই নিশ্চিত হয়েছিল ফর্টিস স্পোর্টস ক্লাবের। দলটি বসুন্ধরা গ্রুপ চ্যাম্পিয়নশিপ লিগের শিরোপা নিশ্চিত করেছিল আগেই।
এবারের আসরে ফর্টিস চ্যাম্পিয়ন হলেও রানার্স আপ নিশ্চিত হয়নি। দ্বিতীয় স্থানে থাকা উত্তরা আজমপুর ক্লাবের বিপক্ষে পাতানো ম্যাচের অভিযোগ ওঠে।
শনিবার (১১ জুন) লিগে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ফর্টিস। নিয়মরক্ষার ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে গোলশূণ্য ড্র করেছে দলটি। ২২ ম্যাচে ১৩ জয়, ৮ ড্র এবং এক হারে ফর্টিসের সংগ্রহ ৪৭ পয়েন্ট। নোফেল স্পোর্টিং লিগ শেষ করলো ৩৮ পয়েন্ট নিয়ে। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে উত্তরার আজমপুর ফুটবল ক্লাব। এক ম্যাচ হাতে থাকা আজমপুরের পয়েন্ট ৩৯।
শনিবার (১১ জুন) চ্যাম্পিয়ন ফর্টিস ফুটবল ক্লাবকে ট্রফি প্রদান করেন বাফুফের সিনিয়র সহ সভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী। তখন আজমপুরের ম্যাচ পাতানো নিয়ে তিনি বলেন, ‘ক্লাবটির বিপক্ষে পাতানো খেলার যে অভিযোগ উঠেছে, তার তদন্ত চলছে। তদন্ত চলমান অবস্থায় তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। আশা করি এই মাসের মধ্যেই পাতানো ম্যাচ শনাক্তকরণ কমিটি একটা রিপোর্ট দেবে। সেই রিপোর্টের পরই আমরা রানার্সআপ দল ঘোষণা করবো। ’
আজমপুর ফুটবল ক্লাবের বিরুদ্ধে পাতানো ম্যাচ খেলার অভিযোগ প্রমাণিত হলে এবং দলটিকে বড় ধরনের শাস্তি দেওয়া হলে কপাল খুলে যেতে পারে নোফেল স্পোর্টিং ক্লাবের। কারণ তারা আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। চ্যাম্পিয়নশিপ লিগ থেকে দুটি দল উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুন ১১, ২০২২
এআর/আরইউ