এএফসি কাপ বাছাই পর্বের ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুন এক প্রত্যাবর্তনের গল্প লিখতে চলেছিল বাংলাদেশ। ম্যাচের সাত মিনিটে পিছিয়ে পরার পর ১২ মিনিটেই ইব্রাহিমের গোলে ম্যাচে ফেরে বাংলাদেশ।
তার কাছে এই গোলের এখন কোনও মূল্য নেই বলে জানিয়েছেন। পুরো ম্যাচে বাংলাদেশ যেই পারফরম্যান্স করেছে এতে করে জয়টা তাদের প্রাপ্য ছিল বলে মনে করেন ইব্রাহিম। তিনি বলেন, ‘সবাই দেখেছে আমরা অনেক ভালো ফুটবল খেলেছি। শেষ পর্যন্ত আমাদের ভাগ্য সহায়তা করেনি। জয় না পেলেও আমদের এক পয়েন্ট প্রাপ্য ছিল। ’
দল জয় না পাওয়ার নিজের গোলের কোনও মূল্য দেখেন না ইব্রাহিম। চার ম্যাচ পর জাতীয় দলের কোনও ফুটবলার গোল পেল। এটা দলের জন্য ইতিবাচক হলেও হারের হতাশায় পুড়ছেন এই ফুটবলার। তিনি বলেন, পরবর্তী ম্যাচগুলোতে গোল করার জন্য এই গোলটি অনুপ্রেরণা যোগাবে। তবে আগের ম্যাচের রেজাল্ট তো আর চেঞ্জ হবে না। এই গোলের এখন কোনও মূল্য নেই। যেহেতু দল কোনও পয়েন্ট পায়নি। ’
‘আমরা অনেকগুলো জেতা ম্যাচে শেষ মুহুর্তে পয়েন্ট হারিয়েছি। গতকারের ম্যা্চটাও তেমনেই হয়েছে। একটা সময়ে মনে হয়েছে আমরা জিতবো কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য সহায় হলো না। ’
নতুন কোচের অধীনে নিজেদের গুছিয়ে নিতে আরও কিছু সময়ে প্রয়োজন বলে মনে করেন ইব্রাহিম। তিনি বলেন, ‘ম্যাচের ফল নিয়ে কোচ আসলে পজেটিভ। কোচের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে কিছুটা সময় তো প্রয়োজন। প্রতিদিনই আমরা নিজেদের উন্নতি করছি। ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করার চেস্টা করছি। আমি মনে করি মাঠের পারফরম্যান্সেও তা ফুটে উঠেছে। ’
ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এই ম্যাচে দলে ছিলেন না এলিটা কিংসলে। তার অভাব অনুভব করেছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে ইব্রাহিম বলেন, ‘এটা নিয়ে আসলে আমি কিছু বলতে চাই না। এটা কোচের সিদ্ধান্ত। দল নির্বাচনের বিষয়ে তার সিদ্ধান্তই চূড়ান্ত। প্রতিপক্ষ অনুযায়ি সেরা একাদশই বাছাই করতে চেষ্টা করেন তিনি। ’
জেমি ডে’র অধীনেও খেলেছেন মোহাম্মদ ইব্রাহিম। বর্তমানে নতুন কোচ হ্যাভিয়ের কাবরের সঙ্গেও খেলছেন। দুই কোচের কৌশলে খুব একটা তফাৎ দেখেন না এই ফুটবলার। তিনি বলেন, ‘দুই কোচের অধীনে খুব বেশি পার্থ্যক নেই। খুব বেশি চেঞ্জ করলে ফল আরও বেশি খারাপ হতে পারতো। ’
‘আমাদের সেটপিসে আরও বেশি মনোযোগি হতে হবে। সেট পিসে টিম ওয়ার্কটা ঠিকঠাক মতো করতে পারলে আরও ভালো কিছু করা সম্ভব। ’
আগামী ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের থেকে অনুপ্রেরণা নিয়ে আগামী ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী ইব্রাহিম। তিনি বলেন, ‘মালয়েশিয়া আমাদের চেয়ে র্যাংকিংয়ে এগিয়ে। তারা ভালো দল। আমাদের চেয়ে এগিয়ে। এছাড়া তাদের ঘরের মাঠেই খেলা। আমরা লড়াই করেই ভালো কিছু করার চেস্টা করবো। বাহরাইন ভালো দল তাদেরও কিন্তু আমাদের সঙ্গে লড়াই করেই জিততে হয়েছে। আগামী ম্যাচেও আমরা আমাদের সেরাটা দেয়ার চেস্টা করবো। ’
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ১২, ২০২২
এআর