ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হল্যান্ডের জোড়া গোলে নরওয়ের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, জুন ১৩, ২০২২
হল্যান্ডের জোড়া গোলে নরওয়ের জয়

আন্তর্জাতিক ফুটবলে নিজের দুর্দান্ত ফর্ম বজায় রেখেছেন আর্লিং হল্যান্ড। সর্বশেষ ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারের জোড়া গোলে উয়েফা নেশন্স লিগে সুইডেনকে হারিয়েছে নরওয়ে।

'বি' লিগের ৪ নাম্বার গ্রুপের খেলায় ৩-২ গোলে জয় পেয়েছে নরওয়েজিয়ানরা।  

খেলার দশম মিনিটেই দারুণ হেডে নরওয়েকে এগিয়ে দেন হল্যান্ড। বিরতির পর পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এই নিয়ে জাতীয় দলের জার্সিতে ২১ ম্যাচেই ২০ গোল হয়ে গেল তাঁর। আর মাত্র ১৪ গোল করলেই তিনি নরওয়ের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের দখলে নেবেন। এত দুর্দান্ত ফর্ম নিয়েও ২০২২ বিশ্বকাপে না খেলতে পারার যন্ত্রণায় পুড়তে হবে তাঁকে। কারণ তাঁর দল কাতার বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হয়েছে। তবে বয়স মাত্র ২১ বছর হওয়ায় এখনও বিশ্বকাপে নিজের প্রতিভার প্রদর্শনী করার যথেষ্ট সুযোগ থাকছে তাঁর সামনে।

হল্যান্ড ৭৭তম মিনিটে সতীর্থ আলেকজান্ডার সোরলথকে দিয়ে একটি গোলও করিয়েছেন। এর মিনিট পনেরো আগে অবশ্য একটি গোল শোধ করেন সুইডেনের এমিল ফরসবার্গ। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আরও এক গোল শোধ করেন জিওকেরেস। কিন্তু তাতে ব্যবধান কমলেও জয়ের মুখ দেখে নরওয়ে। গ্রুপের শীর্ষেও আছে তারা।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, জুন ১৩, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।