ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

যারা ফুটবল বোঝে না তাদের কাছে রোনালদো এগিয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জুন ১৬, ২০২২
যারা ফুটবল বোঝে না তাদের কাছে রোনালদো এগিয়ে

ফুটবল বিশ্বে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির মধ্যে তুলনা নতুন কিছু নয়। সেরার দৌড়ে কেউ এগিয়ে রাখেন আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে।

আবার কারো কাছে সেরা পর্তুগালের ফুটবলের যুবরাজ। তবে নেদারল্যান্ডসের কোচ ফন বাস্তেনের কাছে সেরা লিওনেল মেসি। যারা মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখেন তারা ফুটবল বোঝেন না বলে মনে করেন বাস্তেন।

করিয়ের ডেল স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে ৫৭ বছর বয়সী বাস্তেন বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো এখন কিংবদন্তী। কিন্তু যারা বলে, সে (রোনালদো) মেসির চেয়ে ভালো, তারা ফুটবলের কিছুই জানে না। অথবা নিজেদের অন্ধবিশ্বাস থেকেই বলেন। ’

মেসির মত হওয়া অসম্ভব বলে মনে করেন বাস্তেন। ‘মেসি তার নিজের মতোই, অনন্য। তাকে অনুকরণ করা অসম্ভব, তার মতো হওয়া অসম্ভব। মেসির মতো খেলোয়াড় ৫০ বা ১০০ বছরে একবারই আসে। ’
ইনজুরির কারণে মাত্র ২৮ বছর বয়সেই খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়েছিলেন এসি মিলান ও আয়াক্সের কিংবদন্তি ফুটবলার বাস্তেন। তবে তার আগেই জিতে নেন তিনটি ব্যালন ডি অর। তিনি মেসিকে রোনালদোকে এগিয়ে রাখলেও, সর্বকালের সেরা হিসেবে মানতে নারাজ।

‘পেলে, ডিয়েগো ম্যারাডোনা ও ইয়োহান ক্রুইফ- আমার মতে সর্বকালের সেরা তিন ফুটবলার। ছোট থাকতে আমি ক্রুইফের মতো হতে চাইতাম। সে আমার ভালো বন্ধু ছিল। আমি তাকে মিস করি। পেলে-ম্যারাডোনাও দুর্দান্ত ছিলেন। ’

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।