ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

নিজেদের ঝালিয়ে নিল বাংলাদেশ-মালয়েশিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জুন ২১, ২০২২
নিজেদের ঝালিয়ে নিল বাংলাদেশ-মালয়েশিয়া

দুইটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে মালয়েশিয়া জাতীয় নারী ফুটবল দল। সোমবার রাত ১২টায় দলটি ঢাকায় অবতরণ করে।

 

ঢাকায় পৌঁছানোর একদিন পর আজ (২১ জুন) মঙ্গলবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম টার্ফে বিকেল থেকেই অনুশীলন শুরু করেছে সফরকারী দল। প্রস্তুতি নিতে শুরু করেছে স্বাগতিক বাংলাদেশের মেয়েরাও।

বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মালয়েশিয়ার মেয়েরা টার্ফে অনুশীলন করে। অন্যদিকে বাংলাদেশ নারী ফুটবল দল বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুশীলন করে।

আগামী ২৩ ও ২৬ জুন সন্ধ্যা ৬টায় একই স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি।  

বাংলাদেশ সময়: ২৯৫০ ঘণ্টা, জুন ২১, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।