ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কমলাপুরের টার্ফ নিয়ে অসন্তুষ্ট মালয়েশিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জুন ২২, ২০২২
কমলাপুরের টার্ফ নিয়ে অসন্তুষ্ট মালয়েশিয়া

বাংলাদেশের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে মালয়েশিয়া নারী ফুটবল দল। ম্যাচ দুটি আয়োজিত হওয়ার কথা ছিল সিলেট স্টেডিয়ামে।

 

তবে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতির কারণে ম্যাচ দুটি আয়োজিত হচ্ছে কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। দেশে আসার পর ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে মালয়েশিয়ার মেয়েরা। তবে কমলাপুরের টার্ফে খেলে সন্তুষ্ট নন সফরকারী দলের কোচ জ্যাকব জোসেফ।

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টার্ফ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন জোসেফ। তিনি বলেন, 'সত্যি বলতে এই টার্ফে খেলাটা একটু কঠিন। মাঠ একটু বেশিই শক্ত। এখানে খেললে খেলোয়াড়দের ইনজুরির শঙ্কা রয়েছে। আমরা এখানে অনুশীলন করেছি। তবে আশা করবো ম্যাচের দিন মাঠে কিছুটা ভিন্নতা পাওয়া যাবে। ’

তবে মাঠ যেমনই হোক জয়ের বিষয়ে আশাবাদী জোসেফ। তিনি বলেন, ‘আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। বাংলাদেশ ভালো দল। তাদের বিপক্ষে লড়াইটা কঠিনই হবে। এর আগেও নিজেদের প্রমাণ করেছে তারা। ’

বাংলাদেশকে নিয়ে সতর্ক মালয়েশিয়া দলের অধিনায়ক স্টেফি সাজে কউর। অতীতের জয় নিয়ে ভাবছেন না স্টেফি। তিনি বলেন, ‘প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই। আমরা আমাদের সেরটা খেলবো। জয়ের লক্ষ্যেই মাঠে নামবো। এই ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছি না। অতিতের পরিসংখ্যান নিয়ে ভাবছি না। এখন পরিস্থিতি ভিন্ন। ভারতের বিপক্ষে বাংলাদেশ নিজেদের প্রমাণ করেছে। আমরা নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করবো। ’

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জুন ২২, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।