মালয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের শুরু থেকেই আক্রমণে দারুণ আক্রমণে থাকে বাংলাদেশের মেয়েরা। একের পর এক গোলে ফিফা র্যাংকিংয়ের ৬৪ ধাপ উপরে থাকা দলের বিপক্ষে প্রথমার্ধে ৪ গোলে এগিয়ে আছে গোলাম রাব্বানী ছোটনের দল।
কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল হতেই বাংলাদেশ ফুটবলের সমর্থকদের ভিড় বাড়তে থাকে। প্রিয় দলকে সমর্থন দিতে মাঠে বাড়তে থাকে দর্শকদের ভিড়। তাদের হতাশ করেননি সাবিনা-আঁখি খাতুনরা। শুরু থেকেই আক্রমনের পসরা সাজিয়ে বসা বাংলাদেশের সামনে প্রথমার্ধে পাত্তাই পায়নি মালয়েশিয়া।
ম্যাচের আগে থে্কেই আলোচনায় ছিল র্যাংকিং। বাংলাদেশ মহিলা দলের র্যাংকিং ১৪৬, মালয়েশিয়ার ৮৫। তবে প্রথমার্ধের খেলা দেখে মনে হলো ঠিক উল্টো। র্যাংকিংয়ে ঢের এগিয়ে থাকা মালয়েশিয়া পাত্তাই পায়নি বাংলাদেশের কাছে।
শুরু থেকে একের পর এক আক্রমনে মালয়েশিয়ার রক্ষনের কঠিন পরিক্ষাই নিলেন সাবিনারা। খেলার তৃতীয় মিনিটে মধ্য মাঠ থেকে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন সানজিদা। তার বাড়ানো বল পেয়ে গোলবারের উপর দিয়ে শট মারেন সাবিনা। নবম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। মারিয়ার মন্ডার কর্নার থেকে ডান পাঁয়ের প্লেসিং শটে দলকে এগিয়ে নেন আঁখি খাতুন।
২৬তম মিনিটে ব্যবধান বাড়ান সাবিনা। সিরাত জাহান স্বপ্নার বাড়ানো বল ডি-বক্সের মধ্যে পান তিনি। মালয়েশিয়ান গোলরক্ষক আরজরিন বিনতি মাজলানকে বোকা বানিয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।
৩০তম মিনিটে বাংলাদেশের পক্ষে তৃতীয় গোলটি করেন আঁখি খাতুন। সাবিনা বল বাড়িয়ে দেন মারিয়া মান্ডার দিকে। তার যোগান দেয়া বলেই স্কোরলাইন ৩-০ করেন আঁখি। প্রথমার্ধের শেষ মিনিটে স্বপ্নার গোলে ৪-০ গোলে এগিয়ে যাওয়ার পাশাপাশি বড় জয়ের স্বপ্ন বুনতে শুরু করেছে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এআর/আরইউ