বাংলাদেশের বিপক্ষে ৬-০ গোলের বড় ব্যবাধানে হেরেছে মালয়েশিয়া। হারের পর কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফকে দুষলেন মালয়েশিয়ার কোচ জ্যাকব জোসেফ।
বৃহস্পতিবার (২৩ জুন) ম্যাচ শেষে জ্যাকব বলেন, ‘আমরাও টার্ফে অনুশলীন করি। তবে এখানের টার্ফটা একটু বেশি শক্ত। এই ধরনে টার্ফে খেলার প্রস্তুতি নিয়ে আসিনি আমরা। মেয়েরা যে বুট নিয়ে এসেছে তা এই টার্ফে খেলার উপযোগী না। এই টার্ফে খেলে ইনজুরির শঙ্কা থাকে বেশি। ’
ম্যাচের রেফারিং নিয়েও সন্তুষ্ট নন বলে জানিয়েছেন মালয়েশিয়ার কোচ। তিনি বলেন, ‘ম্যাচের রেফারিং আরও ভালো হওয়া উচিত ছিলো। আর্ন্তজাতিক মানের রেফারিং হয়নি। আমরা এই বিষয়ে আলোচনা করবো। ’
বাংলাদেশের কাছে এমন হার প্রত্যাশা করেননি জ্যাকব। এই ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে আগামী ম্যাচে ভালো কিছু করতে চান বলে জানিয়েছেন তিনি, ‘কঠিন ম্যাচ হবে, শক্ত প্রতিদ্বন্দ্বীতা হবে এমনটা প্রত্যাশা করেছিলাম। তবে এমন হার প্রত্যাশিত নয়। পরিবেশ আমাদের অনুকূলে ছিল না। আগামী ম্যাচে নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে ভালো ফলের বিষয়ে আমরা আশাবাদী। ’
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুন ২৩, ২০২
এআর/আরইউ