ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

লা লিগা সূচি চূড়ান্ত, প্রথম ‘এল ক্লাসিকো’ রিয়ালের মাঠে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জুন ২৪, ২০২২
লা লিগা সূচি চূড়ান্ত, প্রথম ‘এল ক্লাসিকো’ রিয়ালের মাঠে

নির্ধারিত হয়েছে স্প্যানিশ লা লিগার ৯২তম আসরের সূচি। এবারের মৌসুম শুরু হবে ১৩ আগস্ট, যা চলবে ৪ জুন পর্যন্ত।

মৌসুমের প্রথম বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ দ্বৈরথ অনুষ্ঠিত হবে সান্তিয়াগো বার্নাব্যুতে।  

ইউরোপের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের যাত্রা শুরু হবে আলমেরিয়ার মাঠে। বার্সেলোনা শুরু করবে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে। নবম রাউন্ডে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হবে রিয়াল ও বার্সেলোনা। ১৫ অথবা ১৬ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হবে।

২৬তম রাউন্ডে দ্বিতীয় বারের দেখায় ক্যাম্প ন্যুয়ে মুখোমুখি হবে রিয়াল-বার্সা। ম্যাচটি মাঠে গড়াবে ১৮ অথবা ১৯ মার্চ। সবশেষ দেখায় অবশ্য কাতালানরা রিয়ালের বিপক্ষে জিতেছিল ৪-০ ব্যবধানে। কিন্তু শিরোপা জিততে পারেনি দলটি। রিয়ালই জিতে নিল লা লিগা ট্রফি।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, জুন ২৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।