ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মাত্র ৫০ মিলিয়নে নেইমারকে বেচে দিতে চায় পিএসজি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জুন ২৫, ২০২২
মাত্র ৫০ মিলিয়নে নেইমারকে বেচে দিতে চায় পিএসজি!

নেইমারের ভবিষ্যৎ নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই গ্রীষ্মেই কয়েকজন খেলোয়াড় বেচার কথা জানিয়েছেন পিএসজির প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি।

আর সেই খেলোয়াড়দের মধ্যে নেইমারের নাম বেশ জোরেশোরে উচ্চারিত হচ্ছে।  

সুপরিচিত স্প্যানিশ সাংবাদিক হোসে আলভারেজ দাবি করেছেন, নেইমারের জন্য মাত্র ৫০ মিলিয়ন ইউরো দাবি করতে যাচ্ছে পিএসজি। স্প্যানিশ গণমাধ্যম 'এল চিরিঙ্গিতো টিভি'কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই দামেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কেনার সুযোগ পাচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাব।  

২০১৭ সালের আগস্টে ট্রান্সফার ফি'র বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরো খরচ করে নেইমারকে বার্সেলোনা থেকে দলে ভেড়ায় পিএসজি। প্রায় অর্ধযুগ আগে কাতালান জায়ান্টদের সঙ্গে ৪ বছরের সম্পর্ক ছিন্ন করে প্যারিসে গিয়ে যেন নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন ব্রাজিলিয়ান তারকা। বিশেষ করে ইনজুরি আর মাঠের বাইরের বিতর্ক সামলাতেই বেশি ব্যস্ত ছিলেন তিনি। তাকে ঘিরে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার স্বপ্নও প্যারিসিয়ানদের অধরাই থেকে গেছে।  

বার্সার জার্সিতে চার বছরের ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপা জেতার স্বাদ পেয়েছিলেন নেইমার। তার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময় বলা হয় ওই চার বছরকে। কিন্তু মেসির ছায়া থেকে বের হওয়ার জন্যই নাকি তিনি পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সেই মেসি এখন পিএসজিতেও তার সতীর্থ। পিএসজির বর্তমান দলটিতে মেসির সঙ্গে আছেন কিলিয়ান এমবাপ্পের মতো নতুন মহাতারকাও। ভাগ্যের নির্মম পরিহাস, এখন মেসি-এমবাপ্পে দুজনেরই ছায়ায় ঢাকা পরে গেছেন নেইমার।  

পিএসজির জার্সিতে নেইমারের পারফরম্যান্স অবশ্য খুব একটা খারাপও নয়। এখন পর্যন্ত ১৪৪ ম্যাচে ১০০ গোল ও ৬০ অ্যাসিস্ট যোগ হয়েছে তার নামের পাশে। তারপরও তাকে ছেড়ে দিয়ে হালকা হতে চায় পিএসজি। কারণ তার বিশাল অঙ্কের বেতন-ভাতা পরিশোধ করতে গিয়ে গলদঘর্ম অবস্থা ক্লাবটির কাতারি মালিকপক্ষের। বিশেষ করে এমবাপ্পের সঙ্গে চুক্তি নবায়নের পর ক্লাবের খরচ অনেকটাই বেড়ে গেছে। ফলে চাপ কমাতে নেইমারকেই বলির পাঠা বানাতে চায় ফরাসি জায়ান্টরা।

হোসে আলভারেজের দাবি, নেইমারকে বার্সা বা রিয়ালের কাছে বেচতে চায় পিএসজি। এক্ষেত্রে সম্ভাবনায় বার্সাই এগিয়ে। কারণ তাদেরই একসময়ের সফল খেলোয়াড় তিনি। তার কোয়ালিটি সম্পর্কে ক্যাম্প ন্যু'র কর্তারা ভালোভাবেই অবগত। যদিও শোনা যাচ্ছে, পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কিকে বায়ার্ন মিউনিখের কাছ থেকে কেনার প্রস্তুতি নিচ্ছে বার্সা। কিন্তু নেইমার পুরোপুরি স্ট্রাইকার তো নন, সাধারণত বাঁ প্রান্তে খেললেও সব আক্রমণভাগের যেকোনো জায়গায় খাপ খাওয়াতে পারেন তিনি। তাছাড়া বর্তমান বার্সা কোচ জাভি হার্নান্দেস একসময় নেইমারের সতীর্থ ছিলেন।  

যদি পিএসজি ৫০ মিলিয়ন ইউরোয় নেইমারকে ছাড়তে রাজি হয়, তাহলে বার্সেলোনার তা লুফে নেওয়ার কথা। কারণ বাজারদর যা-ই হোক, নেইমারের ফুটবলীয় সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বললেই চলে। কিন্তু বার্সা চাইলেই তো আর হবে না, ৩০ বছর বয়সী ফরোয়ার্ডকে পেতে জোর লড়াইয়ে নামতে পারে রিয়াল মাদ্রিদও। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নদের আক্রমণভাগের দুইটা জায়গা করিম বেনজেমা ও ভিনিসিয়ুস জুনিয়রের দখলে আছে। কিন্তু তৃতীয় জায়গা এখনও খালি। রদ্রিগো এখনও দলের প্রথম পছন্দ হতে পারেননি। অন্যদিকে অ্যাসেনসিওর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। এমবাপ্পেকে আনতে ব্যর্থ হওয়ার পর সবমিলিয়ে নেইমারকেই লক্ষ্য বানাতে পারে রিয়াল।  

এতকিছুর পরও নেইমার নিজে কিন্তু পিএসজিতেই থেকে যেনে আগ্রহী। তিনি চ্যাম্পিয়নস লিগ না জিতে প্যারিস ছাড়তে চান না বলেই শোনা যাচ্ছে। কিন্তু খোদ পিএসজি প্রেসিডেন্ট নেইমারের ব্যাপারে প্রশ্ন করা হলে উত্তরে জানান, এই মৌসুমেই কয়েকজন খেলোয়াড়কে বিদায় করতে চান তারা। তবে কারো নাম প্রকাশ করতে চাননি তিনি। আবার নেইমারকে নিয়ে সরাসরি কিছু বলতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি। যদিও ফরাসি সংবাদমাধ্যমগুলোর দাবি, সম্ভাব্য 'বিদায়ী' খেলোয়াড়দের মধ্যে নেইমারের নামও আছে।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।