মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৬-০ গোলে জয় নিয়ে এগিয়ে আছে বাংলাদেশ। আগামীকাল (২৬ জুন) কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
আজ (২৫ জুন) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন ছোটন। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা ভালো করতে পেরেছি। দ্বিতীয় ম্যাচেও ভালো খেলাই আমাদের লক্ষ্য। এই ম্যাচেও আমরা নিজেদের আগের কৌশলেই এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। ’
‘প্রথম ম্যাচে আমরা দারুন কিছু ফিনিশিং দেখতে পেয়েছি। তবে ম্যাচে আমাদের কিছু ভুল ছিল আমরা সেই ভুলগুলো শুধরে নেয়ার চেস্টা করেছি। আশা করি এই ম্যাচে এই ভুলগুলো শুধরে নিয়ে আরও ভালো কিছু উহার দিতে পারবো দেশের মানুষকে। ’
আগের ম্যাচের একাদশকেই খেলাতে চান ছোটন। তবে পিঠের ব্যাথার জন্য আগামী ম্যাচের প্রথম একাদশে অনিশ্চিত সিরাজ জাহান স্বপ্না। তবে স্বপ্নাকে মূল একাদশে পেতে শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছেন ছোটন। ‘আমাদের দলের সকলেই ভালো খেলেছেন। আমরা আগের একদশ নিয়েই মাঠে নামতে চাই। তবে স্বপ্নার পিঠে ব্যাথা রয়েছে। তার বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারছি না। তবে এখনোও হাতে সময় রয়েছে। আমরা শেষ মুহুর্ত পর্যন্ত পর্যবেক্ষণ করবো। ’
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এআর