দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে মূলপর্বের দলগুলো।
বিশ্বকাপকে সামনে রেখে দারুণ সব স্টেডিয়াম তৈরী করেছে কাতার। যেখানে শ্রমিক হিসেবে কাজ করেছেন বাংলাদেশিদের অনেকেই। এবার বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসরে খেলোয়াড়দের চিকিৎসা সেবার জন্য নিয়োগ পেয়েছে বাংলাদেশি নারী ডাক্তার আয়শা পারভিন। কাতারের দোহার স্টেডিয়াম ৯৭৪ এ ফিফা আরব কাপে চিকিৎসা সেবা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। এবারের আসরে ফেলোর মেডিকেল টিমের দায়িত্বে থাকার কথা রয়েছে এই বাংলাদেশির।
অবশ্য এখনও চূড়ান্ত ডাক পাননি আয়শা পারভিন। আরব কাপে ৯৭৪ স্টেডিয়ামে দায়িত্ব পালন করা এই নারী এবারও থাকছেন একই স্টেডিয়ামে। এমনটাই আশা করছেন তিনি।
চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে কাতার গিয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন আয়শা। এখন সেখানেই চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন তিনি। এমন পেশায় জড়িত থাকায় গর্ব করছেন তার পরিবার, দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ২৭, ২০২২
আরইউ