ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

পিএসজিতে ‘গোট’ লেখা জার্সি গায়ে খেলবেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুন ২৯, ২০২২
পিএসজিতে ‘গোট’ লেখা জার্সি গায়ে খেলবেন মেসি

ফুটবলে 'গোট' বিশেষণটি খুব পরিচিত। এটি তৈরি হয়েছে গ্রেটেস্ট অব অল টাইম' (Greatest of all time)-এর আদ্যাক্ষরগুলো দিয়ে।

মূলত ফুটবলের সর্বকালের সেরাকে বোঝাতে ব্যবহৃত হয় এটি। আর সাম্প্রতিক সময়ে এই বিশেষণটি একপ্রকার নিজের করে নিয়েছেন লিওনেল মেসি।  

নতুন খবর হচ্ছে, এখন থেকে 'গোট' লেখা থাকবে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের জার্সিতে। শুধু মেসি একা কেন, পুরো পিএসজি দলটিই খেলবে এই বিশেষণ লেখা জার্সি পরে।  

২০২২/২৩ মৌসুমের জন্য প্যারিসিয়ানরা নতুন জার্সি উন্মোচন করেছে। সেই জার্সিতেই নিয়মিত স্পন্সর কাতার এয়ারওয়েজের পাশাপাশি প্রথমবারের মতো 'গোট'-এর লোগো থাকবে। বৃহস্পতিবার টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। তারা নতুন জার্সি গায়ে মেসি-নেইমার-এমবাপ্পেদের ভিডিও পোস্ট করেছে।  

এই 'গোট' অবশ্য ভিন্ন। নতুন প্রজন্মের অনলাইন লাইফস্টাইল প্ল্যাটফর্ম রয়েছে এই নামে। এই প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি করেছে পিএসজি। আগামী মৌসুম থেকে মেসি-এমবাপ্পেদের জার্সির হাতায় লেখা থাকবে 'গোট'। এছাড়া অনুশীলন ও গা গরমের জার্সিতেও লেখা থাকবে শব্দটি। ডোরাকাটা জার্সিটির রং গাঢ়।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুন ২৯, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।