ফুটবলে 'গোট' বিশেষণটি খুব পরিচিত। এটি তৈরি হয়েছে গ্রেটেস্ট অব অল টাইম' (Greatest of all time)-এর আদ্যাক্ষরগুলো দিয়ে।
নতুন খবর হচ্ছে, এখন থেকে 'গোট' লেখা থাকবে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের জার্সিতে। শুধু মেসি একা কেন, পুরো পিএসজি দলটিই খেলবে এই বিশেষণ লেখা জার্সি পরে।
২০২২/২৩ মৌসুমের জন্য প্যারিসিয়ানরা নতুন জার্সি উন্মোচন করেছে। সেই জার্সিতেই নিয়মিত স্পন্সর কাতার এয়ারওয়েজের পাশাপাশি প্রথমবারের মতো 'গোট'-এর লোগো থাকবে। বৃহস্পতিবার টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। তারা নতুন জার্সি গায়ে মেসি-নেইমার-এমবাপ্পেদের ভিডিও পোস্ট করেছে।
এই 'গোট' অবশ্য ভিন্ন। নতুন প্রজন্মের অনলাইন লাইফস্টাইল প্ল্যাটফর্ম রয়েছে এই নামে। এই প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি করেছে পিএসজি। আগামী মৌসুম থেকে মেসি-এমবাপ্পেদের জার্সির হাতায় লেখা থাকবে 'গোট'। এছাড়া অনুশীলন ও গা গরমের জার্সিতেও লেখা থাকবে শব্দটি। ডোরাকাটা জার্সিটির রং গাঢ়।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুন ২৯, ২০২২
এমএইচএম
??️?
— Paris Saint-Germain (@PSG_English) June 29, 2022
Check out our new @nikefootball home kit for the 22/23 season ??
For the first time, our partners @QatarAirways and @goatapp appear on the first team kit.#????????????
? https://t.co/lIr1GOBRzw pic.twitter.com/h3G9YaazOx