ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি, রোনালদোর ৬ কোটি টাকার মামলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুন ৩০, ২০২২
ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি, রোনালদোর ৬ কোটি টাকার মামলা

কয়েকদিন আগে ধর্ষণের অভিযোগে ক্যাথরিন মায়োরগার করা মামলা থেকে মুক্তি পেয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আলোচিত এই মামলা থেকে মুক্তি পেয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড এবার করলেন উল্টো মামলা।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ১৩ বছর আগে ক্যাথরিন মায়োরগা নামের এক নারীর সঙ্গে শারিরীক সম্পর্ক হয়েছিল রোনালদোর। কিন্তু পরের বছর থেকেই ওই ঘটনাকে 'ধর্ষণ' হিসেবে দাবি করছিলেন ক্যাথরিন। ২০১৮ সাল থেকে বিষয়টি নিয়ে আইনী লড়াই শুরু হয়েছিল। শেষ পর্যন্ত জয়ী হয়ে রোনালদো ৬২ লাখ ডলারের মানহানি মামলা করেছেন।

মায়োরগার আইনজীবী লেজলি মার্ক স্টোভালকে ইতোমধ্যে আদালতের মাধ্যমে চিঠি পাটিয়েছেন রোনালদোর আইনজীবী পিটার ক্রিশ্চিয়ানসেন। যদিও ওই মেয়ের আইনজীবী এখনও কোনো উত্তর দেননি। তবে ৮ জুলাইয়ের মধ্যে তাকে সেই চিঠির উত্তর দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুন ৩০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।