ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘নিউক্যাসলে যেও না’-নেইমারকে সতর্ক করলেন এদমুন্দো 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুলাই ২, ২০২২
‘নিউক্যাসলে যেও না’-নেইমারকে সতর্ক করলেন এদমুন্দো 

নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জনের মধ্যেই চুক্তির মেয়াদ বাড়ার খবর পাওয়া গেছে। কিন্তু তা সত্ত্বেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে অনিশ্চয়তা কাটেনি।

তার সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে বার্সেলোনা, চেলসি এমনকি নিউক্যাসলের মতো ক্লাবের নাম উঠে আসছে।  

বার্সা ও চেলসি প্রথম অবশ্যই শীর্ষ পর্যায়ের ক্লাব। কিন্তু তাই বলে নিউক্যাসল? কিন্তু এমন কিছু হলেও অবাক হওয়ার সুযোগ কম, কারণ গত বছর সৌদি আরবের রাষ্ট্রীয় বিনিয়োগ সংস্থা ক্লাবটি ৩০ কোটি পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৪৯৮ কোটি টাকা) কিনে নেওয়ার পর থেকেই ট্রান্সফার মার্কেটে ঝড় তোলার ইঙ্গিত দিয়ে রেখেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার উদ্দেশ্যে তারা নাকি নেইমারের মতো খেলোয়াড়দের চাইছে। কিন্তু ব্রাজিলের সাবেক ফুটবল তারকা এদমুন্দো আগেই এ ব্যাপারে স্বদেশী ফরোয়ার্ডকে সতর্ক করে দিলেন।  

ব্রাজিলের জার্সিতে ৩৯ ম্যাচ খেলা এদমুন্দোর মতে, নিউক্যাসল নেইমারের জন্য সঠিক জায়গা নয়। এমনকি ক্লাবটি যে শহরে অবস্থিত সেই নিউক্যাসলের ব্যাপারেও নেইমারকে সতর্ক করে দিয়েছেন তিনি, 'আমি নিউক্যাসলে ছিলাম। এটা ছোট এবং ঠাণ্ডা শহর। সে (নেইমার) যদি প্যারিসে মানিয়ে নিতেই সমস্যায় পড়ে থাকে, থাওলে নিউক্যাসলে সে কিছুতেই শান্তি পাবে না। তবে তারা যদি মোটা অঙ্কের প্রস্তাব দেয়, সে যেতেও পারে। কিন্তু তাকে লক্ষ্য ঠিক রাখতে হবে। কারণ এটা বিশ্বকাপের বছর। আগের বিশ্বকাপগুলোর পারফরম্যান্সের পুনরাবৃত্তি যদি সে এবারও করে, তাহলে কি (পিএসজির) পরবর্তী কোচ তাকে দলের ভিত্তি হিসেবে দেখবেন?'

নেইমারের বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিয়েও মন্তব্য করেন এনমুন্দো। তার মতে, ক্যাম্প ন্যু ছেড়ে আসাতেই মেসি ও রোনালদোর মতো সাফল্য পাননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সাবেক ভাস্কো দা গামা তারকা বলেন, 'পিএসজিতে যাওয়া নেইমারের জন্য ভালো সিদ্ধান্ত ছিল না। এটা স্বাভাবিক সে বার্সেলোনায় থেকে গেলে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো সাফল্য পেতে পারতো। সে অর্থের জন্য পিএসজিতে গেছে। পিএসজির পরিকল্পনা ছিল দারুণ, কিন্তু জেতার চেয়ে দল হিসেবে খেলাটা জরুরি। '

নেইমারকে প্রিমিয়ার লিগে না গিয়ে সিরি আ'তে খেলার পরামর্শ দিয়েছেন এদমুন্দো। একসময় তিনি নিজেও ইতালিয়ান লিগে খেলেছেন, নাপোলির হয়ে। তাই নেইমারকে সেদিকেই যাওয়ার জন্য ভাবতে বলছেন তিনি, 'আমি নাপোলির জার্সিতে ৬ মাস খেলেছি। সেখানে থেকে আরাম, সুন্দর ও সমর্থকরা ফুটবল অনুরাগী। এটা দারুণ হবে, সে (নেইমার) ইতালিতে খেলেই ভালো করবে। '

এদিকে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে নেইমারের। দেড় বছর আগে নেইমার যখন ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেন, তখন সেই চুক্তিপত্রে শর্ত ছিল, ২০২২ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে পিএসজিতে তার মেয়াদ আরও দুই বছর বাড়বে, অর্থাৎ চুক্তি বেড়ে ২০২৭ সাল পর্যন্ত নবায়ন হয়ে যাবে। আর এ শর্ত কার্যকর হয় চলতি বছরের ১ জুলাই থেকে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।