ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

আট গোলের ম্যাচে শেখ রাসেলের জয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুলাই ৩, ২০২২
আট গোলের ম্যাচে শেখ রাসেলের জয় গোলের পর শেখ রাসেলের খেলোয়াড়দের উদযাপন/ছবি: শোয়েব মিথুন

বাংলাদশ প্রিমিয়ার লিগে উত্তর বারিধারার বিপক্ষে টান টান উত্তেজনার এক ম্যাচ উপহার দিল শেখ রাসেল ক্রীড়া চক্র।  আট গোলের রোমঞ্চকর ম্যাচে শেখ রাসেল জয় পেয়েছে ৫-৩ গোলে।

বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধেই চার গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বারিধারা। তবে তারা চেষ্টা করেছিল ঘুড়ে দাঁড়িয়ে প্রত্যাবর্তনেরর গল্প লিখতে। ম্যাচে তেমন কিছুর ইঙ্গিতও মিলছিল। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে শেখ রাসেলেই।

শেখ রাসেলের পক্ষে ম্যাচে জোড়া গোল করেছেন ইসমাইল। অন্য তিনটি গোল এসেছে মোহাম্মদ জুয়েল, নাসির উদ্দিন এবং মান্নাফ রাব্বির কাছ থেকে। বারিধারার পক্ষে গোল করেছেন শামিম ইয়াসির জুয়েল, মারুফ আহমেদ, আসাদুল ইসলাম সাকিব।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে বারিধারার রক্ষণকে ব্যস্ত রাখে শেখ রাসেল। ম্যাচের মাত্র একাদশতম মিনিটেই মোহাম্মদ জুয়েলের গোলে এগিয়েও যায় দলটি।  

জুয়েলের গোলের পর প্রথমার্ধেই আরও তিন গোল আদায় করে শেখ রাসেল। ম্যাচের ৩৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্যাবধান দ্বিগুণ করেন নাসির উদ্দিন। বক্সের মধ্যে জুয়েলের শট বাম্বার হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

দুই মিনিট বাদেই ব্যবধান ২-১ করে ফেলে উত্তর বারিধারা। সুজন বিশ্বাসের ক্রসে সামিন ইয়াসির জুয়েলের শট জাল খুঁজে নেয়। অবশ্য বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান বাড়ায়শেখ রাসেল। মানিক মোল্লার থ্রু পাস ধরে বক্সের কোণা থেকে দুরের পোস্টে লক্ষ্যভেদ করেন আকিনাদে।

দ্বিতীয়ার্ধেও চলে রাসেলের আধিপত্য। ৪৮তম মিনিটে জোড়া গোল পূরণ করেন আকিনাদে। ৫২তম মিনিটে ব্যবধান ৫-১ করেন মান্নাফ রাব্বি। ১০ মিনিট পর গোলকিপার পরিবর্তন করে বারিধারা। মামুনকে তুলে নামানো হয় সাইফুল ইসলামকে। পরের মিনিটেই মারুফ আহমেদের গোলে ব্যবধান কমায় উত্তর বারিধারা।  

৮২তম মিনিটে বদলি নামা আসাদুল ইসলাম সাকিবের গোলে ব্যবধান কমায় বারিধারা। ম্যাচের বাকি সময়ে আর ব্যবধান বাড়াতে পারেনি শেখ রাসেল ক্রীড়া চক্র।
দ্বিতীয় পর্বে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে শেখ রাসেল জিতেছে তিনটিতে, ড্র ও হার দুটি করে।  

১৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থানেই আছে শেখ রাসেল ক্রীড়া চক্র। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে উত্তর বারিধারা। লিগের প্রথম পর্বে বারিধারার কাছে ৩-২ ব্যবধানে হেরেছিল শেখ রাসেল।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জুলাই ৩, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।