ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

যশোর-নীলফামারীর সামনে প্রথম শিরোপার হাতছানি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
যশোর-নীলফামারীর সামনে প্রথম শিরোপার হাতছানি

দেশের ৫১ জেলার ৫১ স্কুল নিয়ে গত মে মাসে অনুষ্ঠিত হয়েছে জাতীয় স্কুল ফুটবলের প্রথম পর্ব। ৮ ভেন্যুতে হয়েছিল খেলাগুলো।

৮ ভেন্যুর ৮ চ্যাম্পিয়ন দল নিয়ে পল্টনের আউটার স্টেডিয়ামে ২৮ জুন শুরু হয়েছিল চূড়ান্ত পর্ব।  

বুধবার ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে দেশের স্কুলগুলোর মধ্যকার ফুটবল প্রতিযোগিতা। প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে নীলফামারীর ছমিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ এবং তাদের প্রতিপক্ষ যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়।

আজ মঙ্গলবার বাফুফে ভবনে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুই দলের  কোচ-অধিনায়ক। বললেন যার যার দলের শক্তি-সামর্থ্য ও সম্ভাবনার কথা। দুই দলের অধিনায়কই দেশবাসীর কাছে দোয়া চাইলেন যাতে ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারে।

পল্টন আউটার স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় শুরু হবে দুই জেলার দুই স্কুলের ফাইনাল। সংবাদ সম্মেলনে বেনাপোল মাধ্যমিক স্কুলের কোচ সাব্বির আহমেদ পলাশ বললেন, ‘আমরা দুই দলই ছিলাম এক গ্রুপে। গ্রুপ ম্যাচে আমরা ৪-০ গোলের ব্যবধানে জিতেছিলাম। আশা করি, ফাইনালও জিততে পারবো। ’

নীলফামারীর ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ দলের কোচ আবদুল ওহাব জানালেন ঘুরে দাঁড়ানোর কথা, ‘গ্রুপ ম্যাচে হেরে গেছি। তবে ফাইনালে আমরা আশাবাদী। হারের প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন হতে চাই’।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।