ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

চেলসিতেই স্টার্লিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
চেলসিতেই স্টার্লিং

এবারের দলবদল মৌসুমের শুরু থেকেই গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে চেলসিতে যাচ্ছেন রাহিম স্টার্লিং। সেই গুঞ্জনই সত্যি হলো।

চেলসি এবং ম্যানচেস্টার সিটি বিষয়টি নিশ্চিত করেছে। পাঁচ বছরের চুক্তিতে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দিয়েছেন স্টার্লিং।

ট্রান্সফার ফির বিষয়ে কোনো পক্ষ থেকেই কিছু জানানো হয়নি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, পাঁচ কোটি পাউন্ড খরচ হচ্ছে চেলসির। নতুন ঠিকানায় নতুন চ্যালেঞ্জের হাতছানিতে রোমাঞ্চিত স্টার্লিং। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার দিলেন দলকে সফল করতে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি।

‘ক্যারিয়ারে এখন পর্যন্ত আমি অনেক কিছু অর্জন করেছি। তবে এখনও অনেক কিছু পাওয়ার আছে এবং চেলসির জার্সিতে তা করার অপেক্ষায় আছি আমি। ’

‘লন্ডন আমার বাড়ি এবং এখানেই আমার সবকিছুর শুরু হয়েছিল। আর এখন আমি প্রতি সপ্তাহে আমার বন্ধু ও পরিবারের সামনে খেলার সুযোগ পেয়েছি, অনুভূতিটা চমৎকার। ’

এই গ্রীষ্মে টড বোহেলির পরিচালিত কনসোর্টিয়ামের অধীনে চেলসি যাওয়ার পর দলটিতে যোগ দেওয়া প্রথম তারকা খেলোয়াড় হলেন স্টার্লিং।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।