ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

বার্সেলোনাতেই থাকছেন দেম্বেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
বার্সেলোনাতেই থাকছেন দেম্বেলে

বার্সেলোনাকে হতাশ করেননি ওসমান ডেম্বেলে। শেষমেশ বার্সেলোনাতেই থেকে গেলেন ফরাসি উইংগার।

২০২৪ সাল পর্যন্ত বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করেছেন এই ফরোয়ার্ড।

নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন দেম্বেলে। সেখানেই নিজের বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি তুলে ধরেছেন এই ফরাসি ফুটবলার।

অনেক চেষ্টা করেও এতদিন চুক্তি নবায়ন করার ব্যাপারে দেম্বেলেকে রাজি করাতে পারছিল না বার্সেলোনা। বাড়তি বেতনের দাবি থেকেও সরে আসছিলেন না বিশ্বকাপজয়ী এই উইঙ্গার। ওদিকে দেম্বেলের প্রত্যাশিত বেতন দেওয়ার অবস্থায় ছিল না আর্থিক সংকটে থাকা বার্সেলোনা। ফলে নিয়ম অনুযায়ী গত এক তারিখে বার্সেলোনার সঙ্গে দেম্বেলের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এই ক’দিন ক্লাবহীন হয়েই ছিলেন দেম্বেলে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।