ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

রিয়ালের চেয়ে ভালো দল বার্সা, দাবি রাফিনহার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
রিয়ালের চেয়ে ভালো দল বার্সা, দাবি রাফিনহার

বার্সেলোনায় খেলার স্বপ্নটা ব্রাজিলিয়ান তারকা রাফিনহার অনেকদিনের। নাম লিখিয়েছেন, অভিষেকটাও হয়ে গেছে বুধবার রাতে।

ইন্টার মিয়ামির বিপক্ষে প্রাক মৌসুম প্রস্তুতি দারুণ একটি ম্যাচই খেলেছেন তিনি। ৬ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা।

গোল ও অ্যাসিস্ট দুটিই করেছেন রাফিনহা। তিনি ছাড়াও দলের হয়ে গোল পেয়েছেন পিয়েরে-এমরিক অবামেয়াং, আনসু ফাতি, পাবলো গাভিরা, মেমফিস ডিপাই ও ওসমান দেম্বেলে। এই ম্যাচের আগে রাফিনহা দাবি করেছেন, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো দল তারা।  

তিনি বলেছেন, ‘একজন সবসময়ই যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে গোল করতে চায়। যদি এটা ডার্বি ম্যাচে তাহলে তো আরও বেশি। তবে সবচেয়ে বড় কথা দলের জয়। আমার মতে, আমরা রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো দল। '

নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারেও আত্মবিশ্বাসী রাফিনহা, ‘আমার প্রথম গোল পাওয়ায় আমি দারুণ খুশি। এটা দারুণ একটি ম্যাচ ছিল। আমি ভালো একটি ম্যাচ খেলার চেষ্টা করেছি। আমি খুব খুশি এবং আশা করছি এ ধারাবাহিকতা বজায় রাখব। ’

লিডস ইউনাইটেড থেকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরো খরচ করে রাফিনহাকে দলে টেনেছে বার্সেলোনা। এছাড়া রবার্ট লেভানডফস্কি, ফ্র্যাঙ্ক কেসি ও আন্দ্রেয়াস ক্রিস্টিয়ানসেনদেরও দলে নিয়েছে তারা। নিজের সতীর্থ নিয়ে খুশি রাফিনহাও।

তিনি বলেছেন, ‘বার্সেলোনায় অনেক তরুণ প্রতিভাধর খেলোয়াড় রয়েছে। তারা তাদের নিয়ে দুর্দান্ত কাজ করছে। তার সবসময়ই চ্যাম্পিয়নশিপ লড়াইয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। ’

বাংলাদেশ সময় : ১৩০৮, জুলাই ২০, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।