ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

‘সব ম্যাচই আমাদের জন্য ফাইনাল’

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
‘সব ম্যাচই আমাদের জন্য ফাইনাল’

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছে বাংলাদেশ অ-২০ ফুটবল দল। আগামী ২৫ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত ‘সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ ২০২২’-এর খেলা ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে।

আগামীকাল (২৫ জুলাই) আসরের উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই ম্যাচে জয় দিয়েই যাত্রা শুরু করতে চান বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তানভির হোসেন।

শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে দল পুরো প্রস্তুত বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন তানভির। তিনি বলেন, ‘আমরা অনেক দিন থেকেই অনুশীলন করছি। দলে কোনও ইনজুরির সমস্যা নেই। পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামতে পারবো। প্রথম ম্যাচে আমরা জয় দিয়েই যাত্রা শুরু করতে চাই। ’

আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এসেছেন বলে জানিয়েছেন তানভির। তিনি বলেন, ‘প্রতিটি দলের লক্ষ্যই থাকে চ্যাম্পিয়ন হওয়া। আমাদেরও এর ব্যাতিক্রম নয়। আমরা নিজেদের বিষয়ে আত্মবিশ্বাসি। দীর্ঘদিন আমরা একসঙ্গে সকলে অনুশীলন করেছি। নিজেদের মধ্যে বোঝাপোড়াও ভালো। ’

‘আমরা ম্যাচ বাই ম্যাচ ভালো করে এগিয়ে যেতে চাই। প্রতিটি ম্যাচই ফাইনাল ম্যাচ হিসেবে খেলতে চাই আমরা। কোনও ম্যাচই আমাদের কাছে কম গুরুত্বপূর্ণ নয়। ’

এবারের আসরে প্রথমবারের মত বাংলাদেশের কোনও দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর করা পল স্মলি। আসরে ভালো করার বিষয়ে নিজের শিষ্যদের প্রতি আত্মবিশ্বাস রয়েছে বলে জানিয়েছেন পল।  

তিনি বলেন, ‘দলে বেশ কিছু ভালো ফুটবলার রয়েছে। যারা বাফুফের এলিট অ্যাকাডেমিতে ছিলেন। এছাড়াও বিভিন্ন পেশাদার লিগে খেলা ফুটবলারও রয়েছে আমাদের দলে। আমরা বিশ্বাস করি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা আমারে রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৮০৩, জুলাই ২৪, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।