ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কলম্বিয়ার কাছে হেরে ফাইনাল খেলা হলো না আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
কলম্বিয়ার কাছে হেরে ফাইনাল খেলা হলো না আর্জেন্টিনার

গত বছরও ছেলেদের কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল কলম্বিয়ার। জিতেছিল টাইব্রেকারে গিয়ে।

এবার হলো মেয়েদের কোপায়। কিন্তু জিততে পারেনি তারা। ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে কোপা আমেরিকার ফাইনালে খেলার।  

গ্রুপ ‘এ’তে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফােইনালে উঠে স্বাগতিক কলম্বিয়া। অন্যদিকে আর্জেন্টিনা নিজেদের গ্রুপ ‘বি’ তে ছিল দ্বিতীয় স্থানে। ফিফা র‌্যাকিংয়েও ৭ ধাপ পিছিয়ে আর্জেন্টিনার মেয়েরা।  
 
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়ে খেলে কলম্বিয়া। গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারছিল না তারা। ম্যাচের ৬৩ মিনিটে একমাত্র গোলটি করেছেন কলম্বিয়ার লিন্দা লিজেথ।  

বাকি সময়ে গোল শোধ দিতে মরিয়া হয়ে উঠে আর্জেন্টিনা। কিন্তু ৭৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মিডফিল্ডার গ্যাব্রিয়েলা শ্যাভেজকে মাঠ ছাড়তে হয়। পরে আর গোল শোধ করতে পারেনি তারা।  

আগামীকাল (২৭ জুলাই) ভোরে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। কোপা আমেরিকা ফেমিনিনের সাতবারের চ্যাম্পিয়ন তারা।  

এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।