ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ম্যারাডোনাকে সম্মান জানানো বার্তা পৌঁছে যাবে মহাকাশে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
ম্যারাডোনাকে সম্মান জানানো বার্তা পৌঁছে যাবে মহাকাশে

যতদিন খেলেছেন, নিজের পায়ের জাদুতে মুগ্ধ করে রেখেছেন পুরো দুনিয়া। এরপরও দিয়েগো ম্যারাডোনাকে নিয়ে আলোচনা থামেনি।

আর্জেন্টাইন জাদুকরকে ফুটবল বিশ্ব ভুলেনি তার মৃত্যুর পরও। নানা সময়েই তাকে সম্মান জানাতে করা হয়েছে ভিন্ন কিছু।  

এবার ম্যারাডোনাকে সম্মান জানাতে নেওয়া হয়েছে অভিনব এক উদ্যোগ। আর্জেন্টাইন জাদুকরকে সম্মান জানানো বার্তা পৌঁছে দেওয়া হবে মহাকাশে। এক বেসরকারি সংস্থার উদ্যোগে কৃত্রিম উপগ্রহের সাহায্যে ম্যারাডোনার ব্যবহৃত সামগ্রী মহাকাশে পাঠানো হবে।

একটি হার্ড ড্রাইভে ম্যারাডোনার এক জোড়া জুতোও ওই কৃত্রিম উপগ্রহের সঙ্গে বিশেষভাবে জুড়ে দেওয়া হবে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম। ওই হার্ড ড্রাইভে আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ম্যারাডোনার ভক্তদের ভিডিও ও অডিও বার্তা থাকবে।

‘কসমিক কাইট’ নামের কৃত্তিম উপগ্রহে পাঠানো হবে এসব। উরুগুয়ের এক সাংবাদিক ম্যারাডোনাকে প্রথমবার ওই নামে ডেকেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ করার পর থেকে ম্যারাডোনার সঙ্গে ভালোভাবেই জড়িয়ে যায় নামটি।

বাংলাদেশ সময় : ১১৫৮, জুলাই ২৬, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।