ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বারিধারাকে উড়িয়ে দিল সাইফ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
বারিধারাকে উড়িয়ে দিল সাইফ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের (বিপিএল) ২১তম রাউন্ডে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।  

আজ গোপালগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উত্তর বারিধারাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আন্দ্রেস ক্রুসিয়ানির শিষ্যরা।

ম্যাচে কোনোরূপ প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিরোধ গড়তে পারেনি বারিধারা।  

একপেশে ম্যাচটিতে প্রথমার্ধে ২ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিশ্রামে যায় সাইফ। বিরতি থেকে ফিরে বারিধারার জালে গুনে গুনে আরো ৫টি গোল দেন মেরাজ-গফুরবরা।  

ম্যাচের ১৫তম মিনিটে এমফোন উদোহর গোলে এগিয়ে যায় সাইফ। প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে মেরাজ হোসেন অপির গোলে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতি যায় দলটি। বিরতি থেকে ফিরে আক্রমণে-পাল্টা আক্রমণে বারিধারার নাভিশ্বাস তোলে সাইফের খেলোয়াড়রা।  

৬৪ মিনিটে ম্যাচের তৃতীয় এবং নিজের জোড়া গোল পূর্ণ করেন মেরাজ। এরপর গোপালগঞ্জ দেখে গফুরব-ঝলক। ৬৭ ও ৮৫ মিনিটে দুই গোল করে দলীয় ব্যবধান অনেকটা বাড়িয়ে দেন গফুরব। ম্যাচের অবশিষ্ট দুই গোলের জোগানদাতা হলেন রহিম উদ্দিন (৭১ মিনিট) এবং আবিদ আহমেদ (৯০+২ মিনিট)।

এই জয়ে ২১ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে সাইফ এসসি। সমান সংখ্যক ম্যাচে উত্তর বারিধারার সংগ্রহ ১৪ পয়েন্ট। দলটি আছে টেবিলের ১১ নম্বর অবস্থানে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২ 
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।