ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করেছিল পল স্মলির শিষ্যরা।

এবার দ্বিতীয় ম্যাচে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে দিল তারা। ম্যাচের সব ক’টি গোলই হয়েছে প্রথমার্ধে। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন পিয়াস আহমেদ নোভা।

আজ (২৭ জুলাই) বুধবার ভারতের ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে বাংলাদেশকে প্রথমে গোলে করে এগিয়ে দেন পিয়াস আহমেদ নোভা। ম্যাচের ২৯তম মিনিটে ইমরান খানের লং বল ধরে বাঁ পায়ের প্লেসিং শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। এর আগেও দুটি ভালো সুযোগ পেয়েছিলেন তিনি। ম্যাচের মাত্র নয় মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। সতীর্থের বাড়ানো লম্বা পাস ধরে এগোতে থাকেন নোভা। তাকে রুখতে এগিয়ে আসেন ভারতের গোলরক্ষক। তার মাথার উপর দিয়ে চিপ করেন তিনি।  তবে সাইড বারে লেগে বল ফিরে আসে।

ভারত সমতায় ফিরেছিল ম্যাচের ৩৫তম মিনিটে। ভিবিন মহাননের ফ্রি-কিক থেকে হেডে গোল করেন গুরকিরাত সিং। এরপর প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। বক্সের ভেতর ব্রিজেস গিরি ফাউল করে বসেন নাহিয়ানকে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি নোভা। তার জোরালো শটে ফের এগিয়ে যায় বাংলাদেশ। গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোর অনুকরণে উদযাপন করেন তিনি।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু স্কোরবোর্ডে সংখ্যা আর বদলায়নি। ম্যাচটি ছিল তুমুল উত্তেজনাপূর্ণ। দুইবার ম্যাচে হয়েছে হাতাহাতি। দুইবার ভারতের খেলোয়াড়রা বাংলাদেশের একাধিক খেলোয়াড়কে ধাক্কা দিয়েছেন।

বাংলাদেশ দুটি পরিবর্তন করলেও আক্রমণ বাড়াতে ভারত চারজন খেলোয়াড় পরিবর্তন করে। তবে স্বাগতিকরা আর ম্যাচে ফিরতে পারেনি। বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের শীর্ষে। এই জয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেলো বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।