সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন নিয়েই ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। স্বপ্ন পূরণের পথে বেশ ভালো ভাবেই এগিয়ে যাচ্ছেন তানভিররা।
প্রথম দুই ম্যাচেই জয় নিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ জাতীয় দল। শুক্রবার (২৯ জুলাই) তৃতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তানভির হোসেন।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের যাত্রা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শক্ত প্রতিপক্ষ ভারতের বিপক্ষেও জয় পেয়েছে ২-১ গোলে লাল-সবুজ জার্সিধারীরা। এই ম্যাচ জয়ে তাদের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে বলে জানিয়েছেন তানভির।
ভারতের বিপক্ষে জয়ের পর দলের সকলেই বেশ আত্মবিশ্বাসী। এক ভিডিও বার্তায় তানভির বলেন, ‘সবার আগে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। যেভাবে আমরা আসর শুরু করতে চেয়েছিলাম সেভাবেই করতে পেরেছি। আমাদের পরিকল্পনাই ছিল ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। তেমনটাই করতে পেরেছি। শুরুর দুই ম্যাচেই আমরা জয় নিয়ে এগিয়ে গেছি। ’
‘দুই ম্যাচে জয়ের ফলে আমাদের কাছে এখন ছয় পয়েন্ট রয়েছে। আগামীকালের ম্যাচে জয় পেলে আমাদের ফাইনাল নিশ্চিত হবে। আশা করছি আগামী ম্যাচে আমরা জয় দিয়ে ফাইনালে উঠতে পারবো। এজন্য সকলের কাছে আমরা দোয়া চাই। ’
আগামী ম্যাচের প্রস্তুতি উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল সকালে টিম মিটিং ও পরবর্তীতে রিকভারি সেশন সম্পন্ন করে। এছাড়া ভারতীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ৭টা পর্যন্ত ক্যাপিটাল প্র্যাকটিস গ্রাউন্ডে নিজেদের অনুশীলন সম্পন্ন করবে পল স্মলির শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
এআর/আরইউ