দুই ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা কিংসের উদযাপনটা শুরু হয়েছিল মুন্সীগঞ্জ থেকে। এরপর আবাহনীবধে আরেক দফা রং লাগে সেই উদযাপনে।
পরদিন গোপালগঞ্জে উত্তর বারিধারার বিপক্ষে শেষ ম্যাচ খেলে রানার্স আপ ট্রফি নেবে আবাহনী লিমিটেড। একই দিনে মুন্সীগঞ্জে আরেকটি ম্যাচে সাইফ স্পোর্টিং মুখোমুখি হবে মুক্তিযোদ্ধার। দুটো ম্যাচই অবনমন অঞ্চলের দল মুক্তিযোদ্ধা ও বারিধারার জন্য খুব গুরুত্বপূর্ণ। অবনমন নিশ্চিত হওয়া স্বাধীনতা ক্রীড়া সংঘ মঙ্গলবার প্রিমিয়ারে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্রের। প্রিমিয়ার লিগের এই শেষ দিনে মোহামেডান স্পোর্টিং খেলবে রহমতগঞ্জের বিপক্ষে।
প্রসঙ্গত, গত ২৫ জুলাই মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয় বসুন্ধরা কিংস এবং রানার আপ দল ঢাকা আবাহনী। ঐ ম্যাচেই শিরোপা উদযাপন করতে চেয়েছিল কিংস। এ প্রসঙ্গে বাফুফেকে চিঠিও দিয়েছিল তারা। তবে তাতে সাড়া দেয়নি বাফুফে।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এআর