ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

‘দেশের ফুটবলে নতুন সকাল এনেছে বসুন্ধরা কিংস’

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
‘দেশের ফুটবলে নতুন সকাল এনেছে বসুন্ধরা কিংস’

বাংলাদেশের ফুটবলে এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে বসুন্ধরা কিংস। দেশের লিগ ইতিহাসে অভিষেকের পর কোনো দল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতে পারেনি।

কিংস সেটি করে দেখিয়েছে। এবং সেই লিগের ট্রফি উদযাপন নিজেদের ভেন্যুতে হচ্ছে।  

বাংলাদেশের কোনো ক্লাবের নিজস্ব ভেন্যু করার রেকর্ডও কিংসের অধীনে। শেখ জামালের বিপক্ষে জয় দিয়ে শনিবার (৩০ জুলাই) কিংস অ্যারেনায় শিরোপা উৎসবে মেতেছে দেশের অন্যতম সফল ফুটবল ক্লাবটি। এটিকে বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক নতুন ভোর বলে আখ্যায়িত করেছেন ক্লাবটির প্রেসিডেন্ট ইমরুল হাসান।

ম্যাচের পর দলের সঙ্গে আনন্দে মেতে উঠেন কর্পোরেট ক্লাবটির পথপ্রদর্শক ইমরুল হাসান। ম্যাচের পর নিজের অভিব্যাক্তি জানাতে গিয়ে তিনি বলেন, ‘দলের সাফল্যে আমরা গর্বিত। আগামীতেও এর ধারাবাহিকতা বজায রাখতে চেস্টা করবো। বসুন্ধরা দেশের ফুটবলে ইতিবাচক প্রভাব রাখছে। এবং পুরো দেশের মানুষের সমর্থন পাচ্ছে। ’

‘আমরা নিজেরা হোম ভেন্যু করেছি। এখানে শিরোপা উদযাপন আমাদের জন্য বিশেষ কিছু। এটা আর কোনও ক্লাব এখনো করতে পারেনি। এখন অনেক ক্লাব নিজেদের হোম ভেন্যু করতে চেষ্টা করছে। এটা দেশের ফুটবলের জন্যি ইতিবাচক দিক। এটাকে আমরা ফুটবলে নতুন সকাল বলতে পারি। ’

ফুটবলের মান আগের চাইতে দিন দিন উন্নত হচ্ছে বলে মনে করেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘দেশের ফুটবলের মান আগের চাইতে অনেক উন্নতি হচ্ছে। পাইপলাইনে অনেক ফুটবলার তৈরি হচ্ছে। বর্তমানে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশে ভালো পারফরম্যান্স করছে। এছাড়া নিয়মিত লিগ আয়োজিত হচ্ছে। প্রিমিয়ার লিগ ছাড়াও অন্যান লিগে অনেক দেশি-বিদেশি ফুটবলাররা খেলছেন। সামনে আমরা আরও ভালো কিছু প্রত্যাশা করছি। ’

দেশে নিজেদের নিয়মিতই প্রমান করছে বসুন্ধরা। এবার বিদেশের মাটিতে নিজেদের প্রমান করার সময় বলে মনে করেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘আমরা আগামীতে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। পুরো দেশের মানুষ আমাদের যেভাবে সমর্থন দিচ্ছে তাদের প্রত্যাশা পূরণে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। আগামীতে এএফসিতেও আমরা ভালো ফল করতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।