ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার্স বাংলাদেশে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার্স বাংলাদেশে

আজ (৮ আগস্ট) বাংলাদেশ ফুটবলার ফেডারেশনের ডেভলপমেন্ট কমিটির মিটিং আয়োজিত হয়েছে। মিটিংয়ে বয়সভিত্তিক দল নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আগামী সেপ্টেম্বর মাসে অনূর্ধ্ব-১৭ দল শ্রীলঙ্কায় সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে। এরপর দেশের মাটিতে এএফসি চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ার্সে খেলবে তারা।

আগামী এক অক্টোবর হতে ১০ অক্টোবর আয়োজিত হবে এএফসি কোয়ালিফায়ার্স। এখানে জয় নিয়ে মূল পর্বে খেলার টিকিট অর্জন করতে হবে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলকে। আসরে বাংলাদেশ খেলবে ই-গ্রুপে। বাংলাদেশের গ্রুপে রয়েছে ইয়ামেন, সিঙ্গাপুর এবং ভুটান।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।