ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কিংস ছাড়ছেন কিংসলে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
কিংস ছাড়ছেন কিংসলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ে হ্যাটট্রিক শিরোপা জয় করেছে বসুন্ধরা কিংস। এবারের সেই ইতিহাসের অংশ হয়েছেন নাইজেরীয় বংশোদ্ভেূত বাংলাদেশি ফুটবলার এলিটা কিংসলে।

তবে আগামী মৌসুমে আর বসুন্ধরার সঙ্গে থাকছেন না বলে নিশ্চিত করেছেন তিনি।

এক মৌসুম বসুন্ধরা কিংসে খেলার পর আগামী মৌসুম আবাহনীতে যোগ দিতে চলেছেন বলে জানিয়েছেন কিংসলে। এবারের মৌসুমে কিংসের হয়ে ২১ টি ম্যাচে মাঠে নেমেছেন কিংসলে। করেছেন ৯ গোল। লিগে বাংলাদেশি ফুটবলারদের তালিকায় তার গোলই সবচাইতে বেশি।

দলবদলের গুঞ্জনে বেশ কিছু দিন থেকেই শোনা যাচ্ছিল কিংস ছেড়ে আবাহনীতে যোগ দিচ্ছেন কিংসলে। প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর সেই গুঞ্জনের পালে হাওয়া লাগে। এই বিষয়ে জানতে কিংসলের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এবারের মৌসুমে তারকায় ঠাসা বসুন্ধরা কিংসের নিয়মিত একাদশে তেমন ভাবে সুযোগ পাননি কিংসলে। নেমেছেন সুপার সাব হিসেবে। যখনই সুযোগ পেয়েছেন চেস্টা করেছেন তা কাজে লাগানোর জন্য।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।