ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

প্রথম ও দ্বিতীয় বিভাগ ফুটবলে বাড়ছে প্রাইজমানি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
প্রথম ও দ্বিতীয় বিভাগ ফুটবলে বাড়ছে প্রাইজমানি ছবি: শোয়েব মিথুন

বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ (১০ আগস্ট) থেকে শুরু হয়েছে ‘বসুন্ধরা গ্রুপ প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ’।  

আগের আসরের চাইতে এবারের আসর নিয়ে বেশি আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি এবং বাংলাদেশ মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান মো. ইমরুল হাসান।

 

সংবাদ সম্মেলনে লিগ নিয়ে আশার কথা জানিয়েছেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘এবারের লিগ নিয়ে আমরা আশাবাদী। গতবারের লিগ আমরা সফলভাবে শেষ করতে পেরেছি। আশা করছি এবারের লিগ আগেরবারের চাইতে বেশি সফল হবে। ’

এবারের মৌসুমে দলের সংখ্যা এবং খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, ‘এবার দল এবং ফুটবলারের সংখ্যা আগের চাইতে বেড়েছে। আগের চাইতে আমরা পার্টিসিপেশন মানি এবং প্রাইজ বাড়িয়েছি। ফলে এবারের লিগে সকলের আগ্রহও বেশি। ’

‘অনেক ক্লাবেরই আর্থিক সংকট থাকে। আমরা চেষ্টা করছি যেন এখানে অংশগ্রহন করে তারা আর্থিকভাবেও কিছুটা লাভবান হতে পারে। ’

বিসিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগে শাস্তির মুখে পড়তে পারে দুইটি ক্লাব। এই বিষয়ে শক্ত অবস্থান নেয়া হয়েছে বলেও জানিয়েছেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘এখানে ম্যাচ গড়াপেটার বিষয়ে আমরা খুবই সতর্ক। এমন কোনো অভিযোগ পাওয়া গেলে বা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে। এমন পরিস্থিতি যেন তৈরি না হয় এজন্য আমরা আগে থেকেই সতর্ক আছি। প্রতিটি ম্যাচই ভিডিও করা হয়। নিবিড় পর্যবেক্ষণ করা হয়। ’

এখান থেকে কোনো ফুটবলার ভালো করতে পারলে তাকে নিয়েও ভিন্ন পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘সাধারনত প্রতিভা অন্বেষনের জন্য পাইওনিয়ার লিগকেই আমরা বেছে নেই। সেখানের ফুটবলারদের বয়সও কম থাকে। তাদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা যায়। ' 

'এবারের  পাইওনিয়ার লিগ থেকেও আমরা শতাধিক ফুটবলার বেছে নিয়ে কাজ করছি। তবে প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগকে প্রতিভা অন্বেষণের মূল ক্ষেত্র ধরা হয় না। তবে আমরা এখানে যদি কোনো ফুটবলার নজর কাড়তে সক্ষম হয় তাকে নিয়েও ভিন্ন পরিকল্পনা করে রেখেছি। ’

উদ্বোধনী দিনে দ্বিতীয় বিভাগের ম্যাচ দিয়ে নতুন মৌসুমের খেলা মাঠে গড়ায়। প্রথম ম্যাচে মাঠে নামে বিক্রমপুর কিংসের মুখোমুখি হয় বিকেএসপি। বিক্রমপুরকে ২-১ গোলে হারিয়েছে দলটি।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।